Viral Video: ‘‘হম বাচ্চে কো কোই লোরি নেহি শুনা রহে হ্যায়’’-ভারত বনাম পাকের আগে বাবর কী বললেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak: ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এই বৃষ্টি নিয়ে প্রশ্ন করা হলে জানিয়েছিলেন ভারত সব পরিস্থিতি বুক চিতিয়ে মুখোমুখি হবে৷
#মেলবোর্ন: টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T20 World Cup) সুপার ১২ ম্যাচে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) দুই দলই জাস্ট সুপার চার্জড আপ৷ অ্যাড্রিনালিন যেন টগবগ করে ফুটছে৷ দুই দলের ক্রিকেটার, থিঙ্কট্যাঙ্কের পাশাপাশি ফ্যানরাও দারুণ এই ম্যাচের অপেক্ষায় প্রহর গুনছে৷ দুই দল তিনদিন আগেই মেলবোর্নে দুই দল পৌঁছে গিয়েছিল৷ ম্যাচের আগের দিন ভারত ও পাকিস্তান দুই দলের অধিনায়কই সাংবাদিক সম্মেলন করেন৷ সেখানেই বাবর আজমকে রিপোর্টারের করা একটা প্রশ্নে তিনি বলেন , ‘‘হাম বচ্চে কো কোই লোরি নেহি শুনা রহা হ্যায়’’... যা শুনে ভাইরাল ভিডিও৷
ভাইরাল ভিডিও নিয়ে একেবারে নেটিজেনরা তুলকালাম শুরু করে দিয়েছে৷ শনিবার ভারত বনাম পাকিস্তান অধিনায়কের মধ্যে পাক অধিনায়ক একেবারে লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Just Babar Azam being savage! 😅#T20WorldCup | #Pakistan | #PAKvIND pic.twitter.com/zirPlPvIzM
— Grassroots Cricket (@grassrootscric) October 22, 2022
advertisement
আসলে এক সাংবাদিক ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেন , বাবর ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে এই সময়ে কি পাকিস্তানের সব ক্রিকেটার ‘‘রেন রেন গো অ্যাওয়ে’’ গাইবেন? আসলে ভারত বনাম পাকিস্তান ম্যাচে ম্যাচ স্ট্র্যাটেজি নিয়ে যত না কথা হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগে ওয়েদার আপডেটে বৃষ্টির আশঙ্কা নিয়ে বেশি কথা হচ্ছে৷ তাই সাংবাদিক সম্মেলনেও স্বাভাবিকভাবেই এই বৃষ্টি নিয়ে প্রশ্ন উঠে আসে৷
advertisement
কিন্তু রেন রেন গো অ্যাওয়ে গাওয়ার প্রসঙ্গে কিন্তু পাক অধিনায়ক একেবারেই রেগে যাননি, বরং রীতিমতো পেশাদার ঢঙে উত্তর দেন ‘‘আমরা বাচ্চাদের ঘুম পাড়ানি গান শোনাচ্ছি না ’’- তাঁর এই কথা সোশ্যাল মিডিয়ায় দারুণ গতিতে ভাইরাল হয়েছে৷
advertisement
আমরা প্রতিটা পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি
এর আগে ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এই বৃষ্টি নিয়ে প্রশ্ন করা হলে জানিয়েছিলেন ভারত সব পরিস্থিতি বুক চিতিয়ে মুখোমুখি হবে৷ রোহিত শর্মা জানিয়েছিলেন খেলা ২০ ওভারের হোক বা ৫ ওভারের আমরা ২টির জন্যেই তৈরি রয়েছি৷ বাবর আজম জানান যে আবহাওয়া কারোর হাতে নেই৷ কিন্তু ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে আমরা চাইব খেলা হোক৷
advertisement
পাশাপাশি তিনি এও জানান পাকিস্তান নিজের ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি৷
বাবর আজম বলেছেন, ‘‘রবিবার যে পরিস্থিতি হোক আমরা নিজেদের ১০০ শতাংশ দেব৷’’ মেলবোর্নের মাঠে এক লক্ষ দর্শক বসে ম্যাচ দেখতে পারেন৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচে দর্শকাসন হাউসফুল হবে এমনটাই ধারণা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2022 9:30 AM IST