চিন্নাস্বামীর সেই বিধ্বংসী ইনিংসের ১২ বছর পূর্ণ, মারমুখী ম্যাকালামের সেই ‘বিস্ময় ইনিংস’ দেখে নিন

Last Updated:

শুধু আইপিএলই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেই ম্যাকালামের ওই ইনিংস অন্যতম সেরাদের তালিকায় স্থান পেয়েছে ৷

#কলকাতা: ঠিক ১২ বছর আগের কথা ৷ ১৮ এপ্রিল ২০০৮ ৷ বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম সিজনের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি কেকেআর ও আরসিবি ৷ ভারতীয় ক্রিকেটের বিপ্লব ঘটানোর রাতই বলা যেতে পারে ৷ আইপিএল কী, খায় না মাথায় দেয় ৷ এমনকী, ২০ ওভারের ক্রিকেট নিয়েও তখন সবে এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা ধারণা জন্মেছে ৷ কারণ তার আগের বছরই যে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছে ধোনির ভারত ৷ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কী ? ঘরোয়া ক্রিকেটও যে এতটা আকর্ষণীয় হতে পারে ৷ সে সম্পর্কে কোনও ধারণাই উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তখন ছিল না ৷ কিন্তু চিন্নাস্বামীর প্রথম ম্যাচই সুপারহিট ৷ কারণ একটাই, ব্রেন্ডন ম্যাকালামের অমর ইনিংস ৷ ২০ ওভারের ক্রিকেটেও যে কেউ দেড়শো করতে পারে, সেই ইনিংস না দেখলে চোখে বিশ্বাসই হবে না ৷ শুধু আইপিএলই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেই ম্যাকালামের ওই ইনিংস অন্যতম সেরাদের তালিকায় স্থান পেয়েছে ৷
advertisement
চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাকালাম। অবশ্যই নাইট রাইডার্সের হয়ে। দশটি চার ও ১৩ ছয়ের সৌজন্যে ক্রিকেটবিশ্বকে বুঝিয়ে দেন, নতুন প্রতিযোগিতার সূচনার দিনেই নতুন তারকার আবির্ভাবও ঘটে গিয়েছে।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চিন্নাস্বামীর সেই বিধ্বংসী ইনিংসের ১২ বছর পূর্ণ, মারমুখী ম্যাকালামের সেই ‘বিস্ময় ইনিংস’ দেখে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement