চিন্নাস্বামীর সেই বিধ্বংসী ইনিংসের ১২ বছর পূর্ণ, মারমুখী ম্যাকালামের সেই ‘বিস্ময় ইনিংস’ দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
শুধু আইপিএলই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেই ম্যাকালামের ওই ইনিংস অন্যতম সেরাদের তালিকায় স্থান পেয়েছে ৷
#কলকাতা: ঠিক ১২ বছর আগের কথা ৷ ১৮ এপ্রিল ২০০৮ ৷ বেঙ্গালুরুতে আইপিএলের প্রথম সিজনের প্রথম ম্যাচ ৷ মুখোমুখি কেকেআর ও আরসিবি ৷ ভারতীয় ক্রিকেটের বিপ্লব ঘটানোর রাতই বলা যেতে পারে ৷ আইপিএল কী, খায় না মাথায় দেয় ৷ এমনকী, ২০ ওভারের ক্রিকেট নিয়েও তখন সবে এ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা ধারণা জন্মেছে ৷ কারণ তার আগের বছরই যে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছে ধোনির ভারত ৷ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কী ? ঘরোয়া ক্রিকেটও যে এতটা আকর্ষণীয় হতে পারে ৷ সে সম্পর্কে কোনও ধারণাই উপমহাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে তখন ছিল না ৷ কিন্তু চিন্নাস্বামীর প্রথম ম্যাচই সুপারহিট ৷ কারণ একটাই, ব্রেন্ডন ম্যাকালামের অমর ইনিংস ৷ ২০ ওভারের ক্রিকেটেও যে কেউ দেড়শো করতে পারে, সেই ইনিংস না দেখলে চোখে বিশ্বাসই হবে না ৷ শুধু আইপিএলই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেই ম্যাকালামের ওই ইনিংস অন্যতম সেরাদের তালিকায় স্থান পেয়েছে ৷
IPL 2008 Match 1 Highlights RCB vs KKR https://t.co/EwUqcPCIqJ via @ipl
— News18Bangla (@News18Bengali) April 18, 2020
advertisement
চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের বিরুদ্ধে ৭৩ বলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন ম্যাকালাম। অবশ্যই নাইট রাইডার্সের হয়ে। দশটি চার ও ১৩ ছয়ের সৌজন্যে ক্রিকেটবিশ্বকে বুঝিয়ে দেন, নতুন প্রতিযোগিতার সূচনার দিনেই নতুন তারকার আবির্ভাবও ঘটে গিয়েছে।
advertisement
.@Bazmccullum reminisces about a watershed moment for cricket with his blistering 158 in the first-ever IPL game!
Watch this on #CricketConnected, tomorrow at 7 PM, and #ReLive the Kiwi's knock from 2008 with #RCBvKKR at 8 PM on the Star Sports Network! pic.twitter.com/wXKrYWItYN — Star Sports (@StarSportsIndia) April 17, 2020
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2020 10:47 AM IST