WTC Final: শামি, সিরাজদের গুরুত্বপূর্ণ পরামর্শ আক্রমের! ভারত ফেভারিট বলছেন পাক কিংবদন্তি
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লন্ডন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য আল্টিমেট টেস্ট অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপে সামান্য হলেও ভারত ফেভারিট মনে করেন ওয়াসিম আক্রম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ওয়াসিম জানিয়েছেন ওভালের উইকেটে দুই দলের ফাস্ট বোলারদের কাছেই স্বর্গরাজ্য হতে চলেছে। কিন্তু এই উইকেটে একটু সময় নিয়ে দাঁড়িয়ে থাকলে ব্যাটসম্যানরাও সফল হওয়ার ক্ষমতা রাখেন। ওয়াসিম মনে করেন ভারতের সিরাজ এবং শামি ইংল্যান্ডের মাটিতে কঠিন পরীক্ষার মুখে ফেলবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।
সুইং সুলতান পরিষ্কার জানিয়েছেন তার পরামর্শ হল পেস নয়, সুইংয়ের ওপর জোর দিতে। তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। ভারত চার পেসারে নামলে মহম্মদ শামি, মহম্মদ সিরাজের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে শার্দুল ঠাকুর। বাকি জায়গাটির লড়াই হবে উমেশ যাদব ও জয়দেব উনাদকাটের মধ্যে। উমেশ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের দ্বিতীয়ার্ধে কেকেআরের একাদশের বাইরে ছিলেন।
advertisement
Wasim Akram has shared important advice for Indian seamers ahead of the WTC final.#WTCFinal #WTC2023https://t.co/CYa6gvDWDf
— CricTracker (@Cricketracker) June 5, 2023
advertisement
উনাদকাটও ফিরছেন চোট সারিয়ে। ২০২১ সালে ওভালে ভারত যে টেস্টে জিতেছিল সেই টেস্টে উমেশ যাদব বোলিং করে দুই ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছিলেন। ব্যাটারদের রিভার্স স্যুইংয়ে সমস্যায় ফেলতেন আক্রম ও ওয়াকার ইউনিস ১৯৯২ সালে পাকিস্তান জিতেছিল ওভাল টেস্টে। সেই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে আক্রম প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন, যা ইংল্যান্ডে তাঁর সেরা বোলিং।
advertisement
ওভালের ফাইনালে স্যুইং অন্যতম অস্ত্র হবে বলে ধারণা আক্রমের। নিজে দীর্ঘদিন ইংল্যান্ডে খেলেছেন বলে জানেন জুন মাসে এই উইকেট কেমন ব্যবহার করে। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ানরা বাউন্স পছন্দ করে। তাই ভারতীয় ফাস্ট বোলাররা অতিরিক্ত উত্তেজিত হয়ে যদি শর্ট বল করে তাহলে সুবিধে হবে অস্ট্রেলিয়ার। তবে ওয়াসিম মনে করেন যেহেতু শামি প্রচুর অভিজ্ঞ তাই তিনি সঠিক পথে গাইড করতে পারবেন বাকিদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 12:57 PM IST