বাংলার ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে লক্ষ্ণণের! ব্যাটিং পরামর্শদাতা হতে পারেন জাফর
- Published by:Suman Majumder
Last Updated:
ইডেনে আর দেখা যাবে না ভেরে ভেরি স্পেশাল লক্ষ্ণণকে!
#কলকাতা: বাংলা ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে ভিভিএস লক্ষ্মণের। ভিশন 20-20 এবং বাংলা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা পদ থেকে সরতে পারেন প্রাক্তন ভারতীয় তারকা। সিএবিতে সচিব পদে থাকার সময় সৌরভ তৈরি করেছিলেন ভিশন 20-20 প্রোজেক্ট। তরুণ প্রতিভাদের প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতের বাংলার ক্রিকেট দলের সাপ্লাই লাইন তৈরি করার জন্য এই প্রোজেক্ট তৈরি হয়। প্রথম থেকেই এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন ভিভিএস লক্ষ্মণ। বন্ধু এবং ভারতীয় দলের সতীর্থ সৌরভের অনুরোধেই বাংলা ক্রিকেটের সঙ্গে যুক্ত হন ভারতীয় দলের অন্যতম তারকা। লক্ষণ ছাড়াও এই প্রোজেক্টে প্রথমে যুক্ত ছিলেন পাকিস্তানের তারকা ওয়াকার ইউনিস এবং স্পিনারদের তৈরীর দায়িত্বে ছিলেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুরলীধরণ। পরের দুজন এই প্রোজেক্ট থেকে সরে গেলেও ভিভিএস নিজের দায়িত্ব পালন করেছেন গত মরশুম পর্যন্ত। তবে দীর্ঘদিনের সম্পর্ক এবার ভাঙতে চলেছে।
সিএবি কর্তারাও লক্ষ্মণের সাফল্যে খুব খুুশি নয়। তাই চুক্তি নবীকরণ করা হচ্ছে না বলেই খবর। সিএবি এবং লক্ষ্মণ, দুজনেই এই চুক্তি আর দীর্ঘায়িত করতে আগ্রহী নয়। নিজের ব্যস্ততার কারণে সঠিকভাবে সময় দিতে পারছেন না লক্ষ্মণ। তিনি নিজেও সরে যেতে চেয়েছেন। লক্ষ্মণের পরিবর্তে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ওয়াসিম জাফর। মুম্বইয়ের হয়ে একাধিকবার রনজি জেতা জাফর প্রথম পছন্দ সিএবির। বিদর্ভের হয়েও রনজি জিতেছেন জাফর। কোচ হিসেবে বেশ কয়েক বছর কাজ শুরু করেছেন। বাংলাদেশ দলে ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করেন। আইপিএলে পঞ্জাব দলের সঙ্গে যুক্ত রয়েছেন। উত্তরাখণ্ড দলের হয়ে কিছুদিন দায়িত্ব সামলেছেন। জাফরের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে সিএবি কর্তাদের। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত করে ফেলা হবে ব্যাটিং পরামর্শদাতা এবং ভিশন প্রজেক্টের ব্যাটিং কোচের নাম।
advertisement
জাফরকে আনার পাশাপাশি বাংলা সিনিয়র দলের কোচিং স্টাফদের রদবদল করতে চলেছে সিএবি। অনূর্ধ্ব- ২৩ দলের সফল কোচ সৌরাশিস লাহিড়ী সিনিয়র দলে যুক্ত হচ্ছেন। মহিলা দলের কোচ শিবশংকর পাল আসতে চলেছেন বাংলার সিনিয়র দলের বোলিং কোচের ভূমিকায়। বর্তমান বোলিং কোচ রণদেব বসু ভারতীয় জুনিয়র দলের নির্বাচক হতে চলেছেন। তাই তিনি নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। কোচ হিসেবে অরুণলাল থাকবেন কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। থাকতে রাজি হলে তাঁকে রেখে দেওয়া হবে। প্রয়োজনে আরেকজন কোচ নিযুক্ত করা হতে পারে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2021 10:07 PM IST