VVS Laxman on Siraj: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বুমরাহ,শামির পর তৃতীয় পছন্দ সিরাজ, বলছেন লক্ষ্মণ

Last Updated:

VVS Laxman feels Mohammed Siraj should play in South Africa. মুম্বই টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানের মধ্যেই গুটিয়ে যায়। তার পিছনে আছে সিরাজের বিষাক্ত বোলিং।

বিদেশের মাটিতে বরাবর নজর কেড়েছেন সিরাজ
বিদেশের মাটিতে বরাবর নজর কেড়েছেন সিরাজ
তার বদলে এই সিরিজে পেস বোলার হিসেবে ব্যবহার করা হয় ইশান্ত শর্মা,উমেশ যাদব এবং মহম্মদ সিরাজকে। ইশান্ত শর্মা ও উমেশ যাদব নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট অর্থাৎ নাগপুরে খেলেন। দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ ( Mohammed Siraj) সঙ্গী হন উমেশ যাদব এর। দুই টেস্টেই পেস বোলাররা খুব ভূমিকা পালন করেন। বিশেষত চলতি টেস্টে মুম্বইতে মহম্মদ সিরাজের পারফরম্যান্স খুব ভাল।
advertisement
advertisement
মুম্বই টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানের মধ্যেই গুটিয়ে যায়। তার পিছনে আছে সিরাজের বিষাক্ত বোলিং। শুরুর দিকে পর পর উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের টপ অর্ডারে ভাঙন ধরান তিনি। উইল ইয়ং, টম ল্যাথাম, রস টেলরকে আউট করে প্যাভিলিয়নে ফেরান সিরাজ। প্রথম ইনিংসে মাত্র ৪ ওভারে তিনটি উইকেট নিয়ে নেন তিনি।
advertisement
দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও ২.৬ একনোমিতে বল করছেন তিনি।এই কারণেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে শামি, বুমরাহ সাথে তৃতীয় পেসার হিসেবে সিরাজ কে দলে দেখতে চান ভি ভি এস লক্ষণ (VVS Laxman)। প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান লক্ষ্মণ মনে করেন সিরাজই দক্ষিণ আফ্রিকা পিচে আদর্শ। একটি সাক্ষাৎকারে তিনি বলেন দক্ষিণ আফ্রিকা সফরে দলে কতজন বোলার খেলবে তা নিয়ে ভাবতে হবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং বিরাট কোহলিকে (Virat Kohli)।
advertisement
তিনি আরো বলেন যে মহম্মদ শামি এবং বুমরাহ ভারতের প্রথম এবং দ্বিতীয় চয়েস পেসার হবে এটা স্বাভাবিক। সিরাজ হিসেবে দলে কি তৃতীয় পেসার খেলানো হবে কিনা সেটা নিয়ে ভাবতে হবে। লক্ষ্মণের মতে যেভাবে সিরাজ অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে পারফর্ম করেছেন এবং তিনি এই ম্যাচে যেভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বল করেছেন তাতে সিরাজ ই দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় পেস বোলার হওয়া উচিত।
advertisement
লক্ষ্মণের সঙ্গে এই ব্যাপারে সহমত প্রকাশ করেন আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। তিনিও বলেন সিরাজকে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ১১ তে রাখা উচিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাসকার ট্রফিতে মোট ১২ উইকেট নিয়েছিলেন সিরাজ (Siraj 12 wickets in Border Gavaskar trophy)। ওই সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট প্রাপক ছিলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
VVS Laxman on Siraj: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বুমরাহ,শামির পর তৃতীয় পছন্দ সিরাজ, বলছেন লক্ষ্মণ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement