Viswanathan Anand : এবার প্রশাসকের ভূমিকায় আসছেন বিশ্বনাথন আনন্দ! দাবা অলিম্পিয়াড ভারতে

Last Updated:

Viswanathan Anand will be participating in FIDE election and wants to be a part of chess administration. প্রশাসকের ভূমিকায় বিশ্বনাথন আনন্দ! দাবা অলিম্পিয়াড ভারতে

বিশ্ব দাবার প্রশাসক হওয়ার স্বপ্ন বিশ্বনাথন আনন্দের
বিশ্ব দাবার প্রশাসক হওয়ার স্বপ্ন বিশ্বনাথন আনন্দের
#নয়াদিল্লি: দাবা প্রশাসনে আসার ইঙ্গিত দিয়েছিলেন আগেই। শনিবার তারই আনুষ্ঠানিক ঘোষণা করলেন বিশ্বনাথন আনন্দ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বলেন, আমার যশ, খ্যাতি, প্রতিপত্তি সবই দাবা খেলে। এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। এবার সময় হয়েছে কিছু ফিরিয়ে দেওয়ার। আন্তর্জাতিক দাবা সংস্থার সহ- সভাপতি পদে লড়ছি।
নতুন প্রজন্মের মধ্যে দাবার প্রতি আগ্রহ বেড়েছে। কিন্তু পেশাদার দাবাড়ু হওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে। রয়েছে আরও কিছু পরিকল্পনা। আন্তর্জাতিক দাবা প্রশাসনে এলে তা পেশ করব। আন্তর্জাতিক দাবা সংস্থার প্রশাসনে কাজ করাটা আনন্দের জীবনে শিক্ষণীয় হতে চলেছে।
advertisement
advertisement
তাঁর কথায়, গত তিন-চার বছর নিজেকে বোর্ড থেকে ক্রমশ অনেকটাই সরিয়ে নিয়েছি। বাছাই করা টুর্নামেন্ট খেলছি। কারণ, প্রশাসনিক দিকগুলি তো বুঝতে হচ্ছে। জুলাইয়ে দাবা ওলিম্পিয়াড চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। রবিবার প্রতিযোগিতার টর্চ র‌্যালি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সূচনা করবেন।
এবার ওলিম্পিয়াডে ভারতের পদক জয়ের সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন আনন্দ। তাঁর কথায়, ‘দু’হাজার দাবাড়ু অংশ নেবে। ভারতীয় প্লেয়ারদের মেন্টর হিসেবে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। দেশীয় দাবার ভবিষ্যৎ উজ্জ্বল। বেশ কিছু প্রতিভাবান দাবাড়ু রয়েছে। বিশেষ করে রমেশবাবু প্রজ্ঞানন্দের নাম করতেই হয়। ওর নেতৃত্বে ভারতীয় দাবা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Viswanathan Anand : এবার প্রশাসকের ভূমিকায় আসছেন বিশ্বনাথন আনন্দ! দাবা অলিম্পিয়াড ভারতে
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement