এশিয়া কাপে ভারতের ৩ ম্যাচ উইনার!যারা একাই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য! বেছে নিলেন প্রাক্তন তারকা

Last Updated:

Asia Cup 2025: আগামী মাসে সংযুক্ত আরব আমিরাশাহিতে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেহওয়াগ।

News18
News18
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাশাহিতে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতের সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেহওয়াগ। তার মতে, সূর্যকুমার যাদবের নেতৃত্বে গড়ে ওঠা বর্তমান ভারতীয় টি-টোয়েন্টি দলটি টুর্নামেন্ট জয়ের মতো শক্তিশালী। ১০ সেপ্টেম্বর আমিরশাহির বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত এশিয়া কাপ অভিযান শুরু করবে।
সেহওয়াগ এই স্কোয়াড থেকে তিনজন খেলোয়াড়কে ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন বলে মনে করছেন। তিনি বলেন, তারকা পেসার জসপ্রীত বুমরাহ তো বরাবরই গেম-চেঞ্জার, তবে তরুণ ব্যাটার অভিষেক শর্মা এবং স্পিনার বরুণ চক্রবর্তীও একাই ম্যাচ জেতাতে পারেন। বিশেষ করে অভিষেকের আগ্রাসী ব্যাটিং এবং বরুণের মিস্ট্রি স্পিন ভারতের জন্য বড় সম্পদ হবে।
advertisement
বুমরাহ গত বছর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি ১৫টি উইকেট শিকার করেন এবং তার কেরিয়ারে ৭০ ম্যাচে মোট ৮৯টি উইকেট রয়েছে। লম্বা সময় পর আবার টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন তিনি, ফলে তার উপর ভরসা রাখছেন ভারতীয় ভক্তরা।
advertisement
advertisement
অপরদিকে, অভিষেক শর্মা ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫৩৫ রান করেছেন ১৯৩.৮৪ স্ট্রাইক রেটে। ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে দুটি সেঞ্চুরি এবং ইংল্যান্ডের বিপক্ষে করা ১৩৫ রানের ইনিংসটি ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। বরুণ চক্রবর্তীও ১৫ ম্যাচে ৩৩টি উইকেট নিয়ে ভারতের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ভারত এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, ইউএই এবং ওমান। গ্রুপ পর্বে ১০ সেপ্টেম্বর আমিরশাহি, ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। ভারতের শক্তিশালী দল ও ফর্ম বিবেচনায় রেখে, বিশেষজ্ঞরা তাদের অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন এবারের এশিয়া কাপে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপে ভারতের ৩ ম্যাচ উইনার!যারা একাই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য! বেছে নিলেন প্রাক্তন তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement