Viral Video: বাবার মতই ব্যাটিং তাণ্ডব! ভারতীয় দলের বোলারকে নিয়ে করলেন ছেলেখেলা! জুনিয়র সেহওয়াগের ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: বাবা ছিলেন প্রতিপক্ষের বোলারদের কাছে ত্রাস। দেশ হোক বা বিদেশ, উইকেটের আচরণ যা খুশি হোক, বীরেন্দ্র সেহওয়াগের ব্যাটিংয়ের গাড়ি ছুটত একটাই গিয়ারে। এবার সেই ঝলক দেখা গেল জুনিয়র সেহওয়াগের ব্যাটে।

News18
News18
বাবা ছিলেন প্রতিপক্ষের বোলারদের কাছে ত্রাস। দেশ হোক বা বিদেশ, উইকেটের আচরণ যা খুশি হোক, বীরেন্দ্র সেহওয়াগের ব্যাটিংয়ের গাড়ি ছুটত একটাই গিয়ারে। এবার সেই ঝলক দেখা গেল জুনিয়র সেহওয়াগের ব্যাটে। দিল্লি প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে অভিষেক ম্যাচ খেললেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের বড় ছেলে, আর্যবীর সেহওয়াগ।
মাত্র ১৭ বছর বয়সেই ওপেনার হিসেবে খেলতে নামেন তিনি, ঠিক যেমনটা একসময় করতেন তার বাবা। আত্মবিশ্বাসী শুরু না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরে আসেন এই তরুণ ব্যাটার। ইয়াশ ঢুলের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া আর্যবীর শুরুতে কিছুটা সতর্ক থাকলেও, পরে আগ্রাসী ব্যাটিং করেন। নবদীপ সাইনির এক ওভারে পরপর দুটি বাউন্ডারি মারেন, যার মধ্যে একটি ছিল ডিপ এক্সট্রা কভার দিয়ে, অপরটি এক্সট্রা কভার ও লং-অফের মাঝ দিয়ে। এরপর রৌনক ওয়াঘেলার ওভারেও দুটি বাউন্ডারি মারেন। যদিও ইনিংস বেশিদূর যেতে পারেনি, তবু ১৬ বলে ২২ রানের ইনিংসে প্রতিভার ছাপ রেখে যান।
advertisement
advertisement
advertisement
আর্যবীরের ছোট ভাই বেদান্ত সেহওয়াগ এই টুর্নামেন্টে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলছেন, ফলে দুই ভাইয়ের মধ্যে ভবিষ্যতে একটি আকর্ষণীয় দ্বৈরথ দেখা যেতে পারে। পেশাদার ক্রিকেটে আসার পর আর্যবীর তার বাবার কীর্তি ও অবদানের গুরুত্ব বুঝতে পারছেন বলে জানিয়েছেন। তার মতে, আগে বাবা যা বলতেন তা গুরুত্ব না পেলেও এখন বুঝতে পারছেন, তিনি কতটা অসাধারণ ক্রিকেটার ছিলেন।
advertisement
প্রসঙ্গত, বীরেন্দ্র সেহওয়াগ ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন এবং ২৪৫টি ওয়ানডেতে ৮২৭৩ রান করেন, যার মধ্যে ছিল ১৫টি শতক। এখন তার দুই ছেলে ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়, আর আর্যবীরের এই শুরু নিঃসন্দেহে আশাব্যঞ্জক। ভবিষ্যতে তিনি ভারতের ক্রিকেটাঙ্গনে তার বাবার মতো উজ্জ্বল নাম হয়ে উঠবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: বাবার মতই ব্যাটিং তাণ্ডব! ভারতীয় দলের বোলারকে নিয়ে করলেন ছেলেখেলা! জুনিয়র সেহওয়াগের ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement