কোটলায় বীরুর নামে এবার গেট, উদ্বোধনের দিন কী ভুল করলেন ডিডিসিএ কর্তারা ?

Last Updated:

(DDCA) এবার ফিরোজ শাহ কোটলার দু’নম্বর গেটটা বীরেন্দ্র সেহওয়াগের নামে উদ্বোধন করল ৷

#নয়াদিল্লি: কিংবদন্তী ক্রিকেটারদের নামে মাঠে স্ট্যান্ড কোনও নতুন ঘটনা নয় ৷ কিন্তু দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) এবার ফিরোজ শাহ কোটলার দু’নম্বর গেটটা বীরেন্দ্র সেহওয়াগের নামে উদ্বোধন করল ৷ এপর্যন্ত সব ঠিক থাকলেও একটা ভুল করে বসলেন ডিডিসিএ কর্তারা ৷ সেটা হল উদ্বোধনের সময় মাঠে বড় বড় করে লেখা হল, বীরেন্দ্র সেহওয়াগ হলেন একমাত্র ভারতীয় ক্রিকেটার, যার টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে  !
এই তথ্য যে সম্পূর্ণ ভুল ৷ তা সবারই জানা ৷ কারণ সেহওয়াগের যেমন টেস্ট ক্রিকেটে দু’টো ট্রিপল সেঞ্চুরি রয়েছে, তেমনি করুণ নায়ারও এবছর শুরুতেই চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ৷ তাঁর ৩০৩ রানের ইনিংস হয়তো ভুলে গিয়েছিলেন ডিডিসি কর্তারা ৷ তাই ঘটা করে বীরুর নামে কোটলায় গেট উদ্বোধন করার সময় এই ভুল তথ্য দিয়ে বসলেন ৷
advertisement
সেহওয়াগ নিজে অবশ্য মজা করে বলেন, ‘‘ স্টেডিয়ামে নিজের নামে গেট হওয়াটা আমার কাছে বিশাল সম্মানের ৷ পরবর্তীকালে হয়তো আমরা ক্রিকেটারদের নামে ড্রেসিংরুম এবং অন্যান্য জিনিসও পাব ৷ দারুণ কাজ করছে ডিডিসিএ ৷ এমন দিনে দিল্লি এবং ভারতের হয়ে যাঁরা খেলেছেন, তাঁরা সবাই উপস্থিত থাকতে পারলে দারুণ হত ৷ ’’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কোটলায় বীরুর নামে এবার গেট, উদ্বোধনের দিন কী ভুল করলেন ডিডিসিএ কর্তারা ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement