কোটলায় বীরুর নামে এবার গেট, উদ্বোধনের দিন কী ভুল করলেন ডিডিসিএ কর্তারা ?
Last Updated:
(DDCA) এবার ফিরোজ শাহ কোটলার দু’নম্বর গেটটা বীরেন্দ্র সেহওয়াগের নামে উদ্বোধন করল ৷
#নয়াদিল্লি: কিংবদন্তী ক্রিকেটারদের নামে মাঠে স্ট্যান্ড কোনও নতুন ঘটনা নয় ৷ কিন্তু দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) এবার ফিরোজ শাহ কোটলার দু’নম্বর গেটটা বীরেন্দ্র সেহওয়াগের নামে উদ্বোধন করল ৷ এপর্যন্ত সব ঠিক থাকলেও একটা ভুল করে বসলেন ডিডিসিএ কর্তারা ৷ সেটা হল উদ্বোধনের সময় মাঠে বড় বড় করে লেখা হল, বীরেন্দ্র সেহওয়াগ হলেন একমাত্র ভারতীয় ক্রিকেটার, যার টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে !
এই তথ্য যে সম্পূর্ণ ভুল ৷ তা সবারই জানা ৷ কারণ সেহওয়াগের যেমন টেস্ট ক্রিকেটে দু’টো ট্রিপল সেঞ্চুরি রয়েছে, তেমনি করুণ নায়ারও এবছর শুরুতেই চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ৷ তাঁর ৩০৩ রানের ইনিংস হয়তো ভুলে গিয়েছিলেন ডিডিসি কর্তারা ৷ তাই ঘটা করে বীরুর নামে কোটলায় গেট উদ্বোধন করার সময় এই ভুল তথ্য দিয়ে বসলেন ৷
advertisement
সেহওয়াগ নিজে অবশ্য মজা করে বলেন, ‘‘ স্টেডিয়ামে নিজের নামে গেট হওয়াটা আমার কাছে বিশাল সম্মানের ৷ পরবর্তীকালে হয়তো আমরা ক্রিকেটারদের নামে ড্রেসিংরুম এবং অন্যান্য জিনিসও পাব ৷ দারুণ কাজ করছে ডিডিসিএ ৷ এমন দিনে দিল্লি এবং ভারতের হয়ে যাঁরা খেলেছেন, তাঁরা সবাই উপস্থিত থাকতে পারলে দারুণ হত ৷ ’’
advertisement
advertisement
DDCA honours @virendersehwag , forgets @karun126’s triple hundred. On Gate No 2, “ only Indian to score 300 in Tests”. New board maybe pic.twitter.com/jrFlTLguUM
— Sahil Malhotra (@Sahil_Malhotra1) October 31, 2017
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 31, 2017 5:40 PM IST