Arjun Tendulkar: সচিনের ছেলের পারফরমেন্সে খুশি সেহওয়াগ, ভারতের জার্সিতে দেখতে চান ভবিষ্যতে!
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: অর্জুন তেন্ডুলকারের বোলিং দেখে খুশি বীরেন্দ্র সেহওয়াগ। সচিন পুত্রের বল করার ভঙ্গি এবং সুইং করানোর ক্ষমতা আছে দেখার মত। উচ্চতা ভাল। বাঁহাতি সিমার হওয়ার কারণে ভবিষ্যতে সম্পদ হতে পারেন। বীরু জানিয়েছেন অর্জুন তেন্ডুলকরকে টানা ম্যাচ খেলিয়ে যেতে হবে। তবেই নিখুঁত হবে ও। পাশাপাশি অর্জুনের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় পেসার
শ্রীসন্থ। আইপিএলে অভিষেক হল সচিন পুত্র অর্জুনের।
রবিবার দুপুরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইটরাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আর্শাদ খানের জায়গায় মাস্টার ব্লাস্টার্সের ছেলেকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেন মুম্বই টিম ম্যানেজমেন্ট। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ২৩ বছর বয়সী বাহাতি জোরে বোলার অর্জুন তেন্ডুলকারের হাতে দলের ক্যাপ তুলে দেন।
advertisement
আরও পড়ুন - KKR: নারিন, উমেশদের ধার কমেছে! কেকেআর অধিনায়ক রানা সব দোষ চাপালেন বোলারদের ঘাড়ে
যদিও অভিষেকে ছাপ রাখতে পারলেন না অর্জুন। ২ ওভার বল করে ১৭ রান দিলেন তিনি। পাননি কোনো উইকেট। পাওয়ার প্লেতেই এই দুই ওভার বল করেন তিনি। পরে আর তাকে ফিরিয়ে আনেননি এ ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব। হয়তো প্রথম ম্যাচে তাকে বেশি কঠিন পরীক্ষার সামনে ফেলতে চাননি তিনি। তাই ফিরিয়ে আনার কথা ভাবেননি।
advertisement
Sachin Tendulkar and Arjun Tendulkar become the first father-son duo to play the IPL. pic.twitter.com/y36AtDvBJq
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 17, 2023
গত বছরের আইপিএলের আগে নিলামে বেস প্রাইস ৩০ লক্ষ টাকা দিয়ে তাকে কেনে মুম্বই। এই বছর তাকে রেখে দেয় মুম্বই। এর আগে ২০২১ সালের নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকা দিয়ে তাকে কিনেছিলো মুম্বই। ঐ বছর দ্বিতীয় পর্যায়ে চোটের কারণে অর্জুন ছিটকে যান। গত দুইবছর তিনি দলে থাকলেও প্রথম একাদশে থাকার সুযোগ পাননি।
advertisement
ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে শুরু করলেও দলে সুযোগ না পাওয়ায় তিনি পরে গোয়াতে চলে যান। গোয়ার হয়ে ৭ টি রঞ্জি ট্রফির ম্যাচে তিনি ১২ উইকেট নিয়েছেন। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে তিনি ইতিমধ্যেই ছাপ রেখেছেন। গোয়ার হয়ে তিনি শতরানও করেছেন। তবে তার সেরা পারফরম্যান্স এসেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যেখানে তিনি ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ২০১৯ সালে ইংল্যান্ডে এমসিসি ইয়ং ক্রিকেটার্স এর হয়েও খেলেছেন অর্জুন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 12:17 PM IST