‘‘ রস টেলরকে এখনই আধার কার্ড দেওয়া হোক...’’ ! এমন টুইট কেন করলেন সেহওয়াগ ?
Last Updated:
রস টেলরের সঙ্গে টুইটেই হাসি-ঠাট্টায় মেতে উঠলেন সেহওয়াগ ৷
#তিরুবনন্তপুরম: রাজকোটে ভারতকে ৪০ রানে কিউইরা হারানোর পরেই এখন জমে উঠেছে টি২০ সিরিজ ৷ তিরুবনন্তপুরমে মঙ্গলবার শেষ ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে ‘সিরিজ ডিসাইডার’ ৷ চলতি ভারত সফরে নিউজিল্যান্ড ক্রিকেটারদের পারফরম্যান্স যথেষ্ট ভাল ৷ ওয়ান ডে সিরিজের পাশাপাশি টি২০ সিরিজেও দারুণ লড়াই চালাচ্ছেন কিউইরা ৷ এর মাঝেই সোশ্যাল মিডিয়া একটা মজার ঘটনা ঘটল ৷
নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেলরের হিন্দি টুইট এর আগেও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ৷ এবার ইনস্টাগ্রামে টেলরের হিন্দি পোস্ট দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতের ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ ৷ রস টেলরের সঙ্গে টুইটেই হাসি-ঠাট্টায় মেতে উঠলেন তিনি ৷
রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সহবাগকে উদ্দেশ্য করে টেলর লেখেন, “রাজকোট ম্যাচের পর দর্জির(টেলর) দোকান বন্ধ। পরের সেলাই তিরুঅনন্তপুরমে হবে। অবশ্যই আসবে কিন্তু। ’’টেলরের ইনস্টাগ্রাম পোস্টের জবাবে সহবাগ টুইটে লেখেন, “তোমার হিন্দি বলার দক্ষতা আমায় চমকে দিয়েছে। এ বার তুমি আধার কার্ডের জন্য আবেদন করতে পারো।”
advertisement
advertisement
virendersehwag #Rajkot mein match k baad, #darji (Tailor) Ki dukaan band. Agli silai #Trivandrum… https://t.co/B6dgKPudN1
— Ross Taylor (@RossLTaylor) November 5, 2017
Highly impressed by you @RossLTaylor . @UIDAI , can he be eligible for an Aadhaar Card for such wonderful Hindi skills. https://t.co/zm3YXJdhk2 — Virender Sehwag (@virendersehwag) November 6, 2017
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2017 2:51 PM IST