হোম /খবর /খেলা /
India vs England 3rd T20I: ব্যাক-টু-ব্যাক ফিফটি! কোহলি বন্দনায় ট্যুইটার

India vs England 3rd T20I: ব্যাক-টু-ব্যাক ফিফটি! কোহলি বন্দনায় ট্যুইটার

Virat Kohli wins social media after brilliant fifty in India vs England 3rd T20I

Virat Kohli wins social media after brilliant fifty in India vs England 3rd T20I

ব্যাক-টু-ব্যাক ফিফটি! ফের স্বমহিমায় বিরাট কোহলি (Virat Kohli)৷ ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া৷

  • Last Updated :
  • Share this:

#আহমেদাবাদ: ব্যাক-টু-ব্যাক ফিফটি! ফের স্বমহিমায় বিরাট কোহলি (Virat Kohli)৷ ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া৷ গত ম্যাচে বিরাটের অর্ধ-শতরানে ভর করে ভারত রান তাড়া করে সিরিজ ১-১ করেছিল৷

মঙ্গলবার মোতেরায় ক্যাপ্টেন কোহলির ব্যাটে (৭৭) ভর করেই ভারত ভদ্রস্থ ১৫৬ রান তুলতে সমর্থ হয়৷ এদিন ২৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারত সম্মানজনক স্কোর তুলতে পেরেছে বিরাটের সৌজন্যেই৷

কোহলির খেলা দেখে মোহিত দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা৷ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ট্যুইটারে লিখলেন, "কোহলির খেলা চোখের জন্য সবচেয়ে আরামের৷" অন্যদিকে কৃষ্ণমাচারি শ্রীকান্ত কোহলিকে "কিং" আখ্যা দিয়েই তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করলেন৷ ভিভিএস লক্ষ্মণ ও ওয়াসিম জাফর কোহলির ইনিংসকে "মাস্টারক্লাস" বললেন৷

যদি কোহলির ব্যাটে ভারতের মুখরক্ষা হল না এদিন৷ জস বাটলারের দাপুটে ইনিংসে (৫২ বলে ৮৩) ইংল্যান্ড ১০ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নিল৷ সিরিজে ২-১ এগিয়ে গেল মর্গ্যান অ্যান্ড কোং৷
Published by:Subhapam Saha
First published:

Tags: India vs england, Virat Kohli