ঠেলায় পড়লেন বিরাট কোহলি! বাধ্য হয়ে এমন কাজ করবেন ১৩ বছর পর! দেখতে জমবে ভিড়
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli to Play Ranji- আগামী সপ্তাহে অরুণ জেটলি স্টেডিয়ামে রনজি ট্রফির ম্যাচ খেলার জন্য প্রস্তুত বিরাট কোহলি।
কলকাতা : বিরাট কোহলি শেষবার রনজি ট্রফি খেলেছিলেন ২০১২ সালের নভেম্বর মাসে। গাজিয়াবাদে, উত্তরপ্রদেশের বিরুদ্ধে। তার পর কেটে গিয়েছে ১৩ বছর। বিরাট কোহলির সাফল্যের শীর্ষে উঠেছেন। সাফল্যের সর্বোচ্চ শৃঙ্গ থেকে আর নিচে তাকানোর মানে হয় না। তবে কোহলিকে তাকাতে হচ্ছে। বাধ্য হয়ে, ঠেলায় পড়ে।
আগামী সপ্তাহে অরুণ জেটলি স্টেডিয়ামে রনজি ট্রফির ম্যাচ খেলার জন্য প্রস্তুত বিরাট কোহলি। ইতিমধ্যে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে দেখা গিয়েছে ঘরোয়া ক্রিকেটে। এবার বিরাট কোহলির পালা। আর তাঁকে দেখতে মাঠে যে ভিড় জমবে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন- কালো রঙের নম্বর প্লেট থাকে কোন গাড়িতে বলুন তো? জানা থাকলে আপনি জিনিয়াস
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (DDCA) ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে। স্টেডিয়ামে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি প্রায় ১০,০০০ দর্শকের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। নর্থ এন্ড এবং ওল্ড ক্লাব হাউস গ্যালারিগুলি দর্শকদের জন্য খোলা থাকবে। প্রয়োজনে স্ট্যান্ডের নীচের অংশেও অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হবে। এই ম্যাচের জন্য কোনও টিকিট ইস্যু করা হবে না, অর্থাৎ সমস্ত দর্শক বিনামূল্যে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন।
advertisement
advertisement
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিত শর্মার রনজি প্রত্যাবর্তন একেবারেই সুখকর হয়নি। দুই ইনিংস মিলিয়ে তিনি যথাক্রমে ৩ ও ২৮ রান করেন। রোহিত ও বিরাট কোহলি গত কয়েক বছর ধরেই টেস্টে ধারাবাহিকভাবে ভাল খেলতে পারছেন না। অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও বিরাট কোহলি বড় রানের দেখা পাননি। কিউয়িদের বিরুদ্ধে ৬ ইনিংসে বিরাট করেন যথাক্রমে- ০, ৭০, ১, ১৭, ৪ ও ১ রান। বিজিটি-তে কোহলি শেষ ৭ ইনিংসে রান করেন যথাক্রমে- ৫, ১০০, ৭, ১১, ৩, ৩৬ ও ৫!
advertisement
আরও পড়ুন- ২৫ বছর ধরে ভারতের এক নম্বর স্কুটি! পেট্রোলের গন্ধে চলে! নামটা জানা আছে তো?
৩০ জানুয়ারি বিরাট কোহলি রনজিতে নামবেন রেলওয়েজের বিরুদ্ধে। দলে পাবেন জাতীয় দলের সতীর্থ ঋষভ পন্থকে। বিরাট রনজিতে ফেরার অনুশীলন শুরু করে দিলেন। জাতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেড কোচ সঞ্জয় বাঙ্গারকে নিয়ে বিরাট নেমে পড়লেন নেটে। উল্লেখ্য, কোহলি তাঁর কেরিয়ারে ১৫৫টি ঘরোয়া ম্যাচে ১১৪৭৯ রান করেছেন। ৩৭টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2025 6:28 PM IST