Virat Kohli Steps Down as India T20 Captain: বিশ্বকাপের পরেই টি টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা বিরাট কোহলির !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Big Breaking, Virat Kohli: টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে অব্যাহতি চেয়ে নিলেন বিরাট কোহলি ৷
মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি ৷ টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অব্যাহতি চেয়ে নিলেন বিরাট (Virat Kohli) ৷ তবে টেস্ট ক্রিকেট এবং একদিনের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কোহলি ৷ নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বৃহস্পতিবার ট্যুইট করে জানান বিরাট (Virat Kohli Gives Up T20 Captaincy) ৷
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
advertisement
সীমিত ওভারের ম্যাচের নেতৃত্ব থেকে সরে যাচ্ছেন বিরাট কোহলি ৷ সোমবার এমনই এক চাঞ্চল্যকর খবর জল্পনার আকাশে ভেসে ওঠে। তার কয়েকদিন যেতে না যেতেই সেই গুজবই শেষপর্যন্ত সত্যি হল ৷ তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাটের নিজের সিদ্ধান্ত এই ভাবে জানানো নিয়ে অন্য ব্যাখ্যা উঠে আসছে ৷ ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা চাপ বিরাটের উপর ছিল ৷ যেই কারণে রবি শাস্ত্রীও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের হেড কোচের পদ ছেড়ে দিতে পারেন ৷ এমনটা এখনও শাস্ত্রী নিজে ঘোষণা না করলেও বিষয়টি নিয়ে চর্চা এখন সব মহলেই ৷ টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে শাস্ত্রীর সরে দাঁড়ানোটা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে ৷
advertisement
Most successful T20I captains (min 40 mts) Win% - Captain (Mts-Won-Lost-Nr) 80.77 - Asghar Afghan (52-42-10-0) 64.44 - Virat Kohli (45-29-14-2) 62.50 - Faf du Plessis (40-25-15-0) 60.94 - Eoin Morgan (64-39-24-1) 59.57 - Darren Sammy (47-28-17-2) 58.33 - MS Dhoni (72-42-28-2)
— Mohandas Menon (@mohanstatsman) September 16, 2021
advertisement
যে কোনও এক ধরনের ক্রিকেটে বিরাট যে দায়িত্ব ছাড়তে পারেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সেটাই অবশেষে সত্যি হল। বিরাটের সরে দাঁড়ানোর এবার টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মার হওয়ার সম্ভাবনাই উজ্জ্বল ৷
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup)। ভারত আয়োজক দেশ হলেও সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে বিশ্বকাপের ম্যাচগুলি খেলা হবে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ভারত এবং পাকিস্তানকে দ্বিতীয় গ্রুপে রাখা হয়েছে। প্রথম ম্যাচেই বিরাটদের পাকিস্তানের মুখোমুখি হতে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2021 6:11 PM IST