ছবির বাঁ দিকে চরম মনোযোগী এই তরুণ ক্রিকেটারটিকে চিনতে পারছেন ?
Last Updated:
এই ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘‘ গুড ওল্ড ডেজ, স্পট মি ইন দ্য পিকচার !’’.....
#পুণে: সদ্য মহেন্দ্র সিং ধোনি তাঁর ইন্ডিয়া ক্যাপ্টেনের ‘আর্মব্যান্ড’ চিরকালের মতো সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ৷ এবার ভারতীয় ক্রিকেটের তাজ দিল্লির তরুণ ‘চিকু’র মাথায় ৷ জাতীয় দলে এন্ট্রির পর থেকেই বিরাটের কেরিয়ারের গ্রাফ সবসময় উপরের দিকেই থেকেছে ৷ এখন তিনি সব ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক ৷ তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া গত ১৮টি টেস্টে টানা অপরাজিত থাকার রেকর্ড গড়েছে ৷ এবার সীমিত ওভারের ক্রিকেটেও দেশের অধিনায়কত্ব সামলানোর গুরু দায়িত্ব বিরাটের কাঁধে ৷ নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই ফুরফুরে মেজাজে রয়েছেন ভারত অধিনায়ক ৷ টেস্ট সিরিজের পর ইংল্যান্ডকে ওয়ান ডে ও টি২০-তেও হারাতে আত্মবিশ্বাসী কোহলি ব্রিগেড ৷ সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়ক শেয়ার করলেন তাঁর ছোটবেলার ছবিও ৷
ছবিতে অন্যান্য ক্রিকেটারদের মধ্যে বিরাটকে খুঁজে পেতে অবশ্য খুব একটা সমস্যা হচ্ছে না ৷ অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বসে চরম মনোযোগ দিয়ে কোচের কথা শুনছেন বর্তমান ভারত অধিনায়ক ৷ এই ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘‘ গুড ওল্ড ডেজ, স্পট মি ইন দ্য পিকচার !’’.....
সব ফর্ম্যাটেই ভারত অধিনায়কের গুরু দায়িত্ব পাওয়ার পর বিরাট কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ আমার জীবনে যে এমন দিন আসবে, তা কখনও ভাবিনি ৷ যখন প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়েছিলাম, তখন লক্ষ্য ছিল শুধু পারফর্ম করে যাওয়া এবং ভারতীয় দলে আরও বেশি সুযোগ পাওয়া ৷ তাই আমি বিশ্বাস করি, জীবনে যা কিছুই ঘটে তা ঈশ্বরের দান ৷ জীবনে সব কিছুই ঘটে কোনও না কারণের জন্য এবং সঠিক সময়েই তা ঘটে ৷ ’’
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2017 11:37 AM IST