#লিডস: বুধবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট। লিডসে অনুষ্ঠিত হতে চলা এই টেস্ট নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে।কারণ ভারত এই সিরিজে ১-০ তে এগিয়ে। লর্ডসে ভারত ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে সিরিজে লিড নেয়। অর্থাৎ এই লিডস টেস্টে ভারত জিতলে ভারত আর এই সিরিজটি হারবে না। আর অন্যদিকে ইংল্যান্ড জিতলে সিরিজ সমতায় ফিরে আসবে। অর্থাৎ তখন বাকি ২ টেস্টের উপর নির্ভর করবে এই টেস্ট সিরিজের ফল।
লর্ডস ম্যাচে যে দল নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দলই এই ম্যাচে নামতে চলেছে।অর্থাৎ দলে কোনো পরিবর্তন আনছে না ভারত। উইনিং কম্বিনেশন রেখে সিরিজে ২-০ ফলে এগিয়ে যেতে চায় ভারতীয় দল। আজ প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন ' দলে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। যদি না কেউ কোনো চোট পায়।আপাতত কেউ কোনো চোট পায়নি তাই এই ম্যাচের আগে দলে পরিবর্তনের কোনো প্রশ্নই নেই।'
২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের খরা চলছে। কিন্ত চলতি সিরিজে ভারতের কাছে অনেক বড় সুযোগ আছে এই খরা কাটানোর। যার জন্য লিডস এ অনুষ্ঠিত হতে চলা এই তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ন ভারতের কাছে। ওপেনিং রোহিত শর্মা এবং কে এল রাহুলের উপরই ভরসা রাখছেন কোহলি। তিনি আশা রাখছেন যে বাকি দুই ম্যাচের মতোই ভারতের এই দুই ওপেনিং ব্যাটসম্যান জুটি ভারতকে ব্যাটিংয়ে ভাল শুরু করতে সাহায্য করবে।
তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে ইংল্যান্ডের দলে অনেক ক্রিকেটার না থাকার কারণে ভারত ইংল্যান্ডের মাঠে এত ভালোl খেলছে। এই নিয়ে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় এদিন। ইংল্যান্ড দলে বেন স্টোকস এর মত অলরাউন্ডার নেই, চোটের কারণে দলের দুই উল্লেখযোগ্য ফাস্ট বোলার নেই স্টুয়ার্ট ব্রড এবং জোফ্রা আর্চার। লর্ডসে মার্ক উড চোট পাওয়ার জন্য হয়তো তাকে বাকি টেস্ট গুলোতে হয়তো তাকে নাও দেখা যেতে পারে। তাই অনেকেই মনে করছেন এটাই টিম কোহলির কাছে সেরা সুযোগ ইংল্যান্ডের মাঠে সিরিজ জেতা।
জবাবে ভারতীয় অধিনায়ক বলেন ' সিরিজ জয় বা পরাজয় প্রতিপক্ষের শক্তির উপর নির্ভর করে আছে, আমরা অন্তত বিশ্বাস করি না?' বিরাট কোহলি মনে করেন তার দল যেকোনো দলকে হারাতে পারে। তিনি বলেন ' ভাল খেলোয়াড়রা খেললেও আমরা যেকোনো দলকেই হারাতে পারব। বিপক্ষ কখন দুর্বল হবে আমরা সেই অপেক্ষায় থাকি না।'
১৪ বছরের খরা কাটিয়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের বড় সুযোগ আছে কোহলিদের। লিডস এর হেডিংলিতে ভারত মোট ৬ বার টেস্ট খেলেছে যার মধ্যে দুবার জিতেছে এবং তিনবার পরাজিত হয়েছে। প্রথমবার ১৯৮৬ তে কপিল দেবের নেতৃত্বে জেতে ভারত এবং পরের বার ২০০২ তে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। ২৫ তারিখ থেকে শুরু হতে চলা এই টেস্ট তাই ভারতীয় দলের কাছে অগ্নিপরীক্ষার সমান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India vs england, Lords Test