Virat Leeds : লর্ডসের দলই নামবে লিডসে, বলে দিলেন ক্যাপ্টেন কোহলি

Last Updated:

Virat Kohli sees no reason to change winning combination. লর্ডস ম্যাচে যে দল নেমেছিল, লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দলই এই ম্যাচে নামতে চলেছে।অর্থাৎ দলে কোনো পরিবর্তন আনছে না ভারত

লর্ডস ম্যাচে যে দল নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দলই এই ম্যাচে নামতে চলেছে।অর্থাৎ দলে কোনো পরিবর্তন আনছে না ভারত। উইনিং কম্বিনেশন রেখে সিরিজে ২-০ ফলে এগিয়ে যেতে চায় ভারতীয় দল। আজ প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন ' দলে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। যদি না কেউ কোনো চোট পায়।আপাতত কেউ কোনো চোট পায়নি তাই এই ম্যাচের আগে দলে পরিবর্তনের কোনো প্রশ্নই নেই।'
advertisement
২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের খরা চলছে। কিন্ত চলতি সিরিজে ভারতের কাছে অনেক বড় সুযোগ আছে এই খরা কাটানোর। যার জন্য লিডস এ অনুষ্ঠিত হতে চলা এই তৃতীয় টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ন ভারতের কাছে। ওপেনিং রোহিত শর্মা এবং কে এল রাহুলের উপরই ভরসা রাখছেন কোহলি। তিনি আশা রাখছেন যে বাকি দুই ম্যাচের মতোই ভারতের এই দুই ওপেনিং ব্যাটসম্যান জুটি ভারতকে ব্যাটিংয়ে ভাল শুরু করতে সাহায্য করবে।
advertisement
advertisement
তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন যে ইংল্যান্ডের দলে অনেক ক্রিকেটার না থাকার কারণে ভারত ইংল্যান্ডের মাঠে এত ভালোl খেলছে। এই নিয়ে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় এদিন। ইংল্যান্ড দলে বেন স্টোকস এর মত অলরাউন্ডার নেই, চোটের কারণে দলের দুই উল্লেখযোগ্য ফাস্ট বোলার নেই স্টুয়ার্ট ব্রড এবং জোফ্রা আর্চার। লর্ডসে মার্ক উড চোট পাওয়ার জন্য হয়তো তাকে বাকি টেস্ট গুলোতে হয়তো তাকে নাও দেখা যেতে পারে। তাই অনেকেই মনে করছেন এটাই টিম কোহলির কাছে সেরা সুযোগ ইংল্যান্ডের মাঠে সিরিজ জেতা।
advertisement
জবাবে ভারতীয় অধিনায়ক বলেন ' সিরিজ জয় বা পরাজয় প্রতিপক্ষের শক্তির উপর নির্ভর করে আছে, আমরা অন্তত বিশ্বাস করি না?' বিরাট কোহলি মনে করেন তার দল যেকোনো দলকে হারাতে পারে। তিনি বলেন ' ভাল খেলোয়াড়রা খেললেও আমরা যেকোনো দলকেই হারাতে পারব। বিপক্ষ কখন দুর্বল হবে আমরা সেই অপেক্ষায় থাকি না।'
advertisement
১৪ বছরের খরা কাটিয়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয়ের বড় সুযোগ আছে কোহলিদের। লিডস এর হেডিংলিতে ভারত মোট ৬ বার টেস্ট খেলেছে যার মধ্যে দুবার জিতেছে এবং তিনবার পরাজিত হয়েছে। প্রথমবার ১৯৮৬ তে কপিল দেবের নেতৃত্বে জেতে ভারত এবং পরের বার ২০০২ তে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে জিতেছিল ভারতীয় দল। ২৫ তারিখ থেকে শুরু হতে চলা এই টেস্ট তাই ভারতীয় দলের কাছে অগ্নিপরীক্ষার সমান।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Leeds : লর্ডসের দলই নামবে লিডসে, বলে দিলেন ক্যাপ্টেন কোহলি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement