#দুবাই: দক্ষিণ আফ্রিকা সফরের আগে এখন বেশ কিছুদিন ছুটিতে রয়েছেন তিনি ৷ ইতালিতে গিয়ে এবছরের সবচেয়ে আলোচিত বিয়েটাও সেরে ফেলেছেন তিনি ৷ এরই মধ্য নিজের র্যাঙ্কিংও সুরক্ষিত রাখলেন বিরাট কোহলি ৷ আইসিসি সদ্য প্রকাশিত টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক ৷
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলার পর বিরাটের সংগ্রহে এখন ৮৯৩ পয়েন্ট ৷ শুধু বিরাটই নন, র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন চেতেশ্বর পূজারাও। ৮৭৩ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে তিন নম্বর স্থানে উঠে এসেছেন তিনি। তবে প্রত্যাশা মতোই টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। অ্যাসেজে মারকাটারি পারফরম্যান্সের সুবাদে ৯৪৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন স্মিথ। বোলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৷ তাঁর সংগ্রহে এখন ৮৯২ পয়েন্ট ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC Ranking, ICC Test Ranking, Virat Kohli