Virat and Rohit: হেব্বি ভাব বিরাট ও রোহিতের, কোহলির পরামর্শেই ডিআরএস, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রোহিত পরামর্শ চান, বিরাট (Virat Kohli) দ্রুত সেখানে এসে আম্পায়রের ওয়াইডের সিদ্ধান্তকে প্রশ্ন করেন বিরাট বলছিলেন ‘‘দোনো আওয়াজ শুনাই দি৷ ম্যায় বোল রাহা হুঁ রিভিউ লে৷ ’’ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
#কলকাতা: বিরাট ও রোহিতের (Virat and Rohit) সম্পর্ক কেমন - এ নিয়ে আপামর ভারতীয় ক্রিকেট ফ্যানদের মধ্যে একটা প্রশ্ন উসখুশ করেই, কিন্তু ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে ফের একবার তাঁদের রসায়নের ছবি সামনে এল৷ ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে ম্যাচ জিতেছে৷ ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৬ উইকেটে জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ ইডেন গার্ডেন্সের এই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মার (Rohit Sharma) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে৷
এই ম্যাচে টসে জিতে ওয়েস্টইন্ডিজ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান করে৷ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ৪ উইকেটে খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার (Rohit Sharma) ভারত৷ রোহিত শর্মা (Rohit Sharma) এবং ইশান কিষাণ ওপেনিংয়েই অর্ধশতরানের পার্টনারশিপ করে৷ নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে রবি বিষ্ণোই (Ravi Bishnoi) ১৭ রান দিয়ে ২ উইকেট নেন৷ রবিকেই ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়৷
advertisement
প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ডিআরএস (DRS) নিয়ে গভীর আলোচনা করতে দেখা যায় বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)৷ রবি বিষ্ণোই-র (Ravi Bishnoi) বলে ভারতীয় ফিল্ডররা আউটের আবেদন করেন৷ রোস্টন চেসের বিরুদ্ধে আবেদন ছিল৷ ফিল্ডারদের দাবি ছিল ব্যাটের কিনারায় লেগে ঋষভ পন্থের হাতে বল গেছে৷ কিন্তু আম্পায়র বলটাকে ওয়াইড ডাকেন৷
advertisement
advertisement
রোহিত পরামর্শ চান, বিরাট (Virat Kohli) দ্রুত সেখানে এসে আম্পায়রের ওয়াইডের সিদ্ধান্তকে প্রশ্ন করেন বিরাট বলছিলেন ‘‘দোনো আওয়াজ শুনাই দি৷ ম্যায় বোল রাহা হুঁ রিভিউ লে৷ ’’ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
— Maqbool (@im_maqbool) February 16, 2022
advertisement
যদিও রিভিউতে দেখা গিয়েছিল প্যাডে লেগেই উইকেটকিপারের কাছে বল গিয়েছিল৷ তবে এরপরেও চেস বড় ইনিংস খেলতে পারেননি আর বিষ্ণোই-র বলেই ৪ রান করে আউট হন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 7:48 AM IST