পূজারাকে দেখেই শিখেছি বড় ইনিংস কীভাবে খেলতে হয় : বিরাট

Last Updated:

ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করার পর বিসিসিআই টিভির সাক্ষাৎকারে চেতেশ্বর পূজারার মুখোমুখি হয়েছিলেন কোহলি।

#নয়াদিল্লি: কোটলায় দ্বিতীয় দিনেও শাসক ভারত। রেকর্ডভাঙা ২৪৩ বিরাটের ব্যাটে। ক্যাপ্টেন হিসেবে ডাবল সেঞ্চুরিতে টপকালেন লারাকে। ছুঁলেন সচিন-বীরুকে। ৪০৫ রানে পিছিয়ে ফলো-অন আতঙ্কে শ্রীলঙ্কা।
এতদিন কোটলার আক্ষেপ ছিল, সারা বিশ্ব শাসন করে এলেও রাজধানীতে চুপ থাকে বিরাটের ব্যাট। তবে রেকর্ডভাঙা ডাবলের জন্য নিজের পাড়াকেই বেছে নিলেন কোহলি। আর অধিনায়কের চওড়া ব্যাটে ভর করেই টেস্টের দ্বিতীয় দিন থেকেই রাজধানীতে জয়ের গন্ধে তেজিয়ান ভারত। উল্টোদিকে ম্যাচের ৩ দিন বাকি থাকতেই চেনা স্ক্রিপ্টে হার বাঁচানোর লড়াইয়ে লঙ্কা। ৭ উইকেটে ৫৩৬-এর পাহাড়ে চড়ে এদিন ডিক্লেয়ার করল বিরাটের ভারত। যার মধ্যে অধিনায়ক একাই ২৪৩। কোহলির ইনিংস আর রেকর্ডের ভাঙাচোরা ইদানিং সমার্থক হয়ে দাঁড়িয়েছে। রবিবারও ব্যতিক্রম নয়। ডাবল সেঞ্চুরির হিসেবে লারাকে টপকে গেলেন অধিনায়ক বিরাট। একইসঙ্গে হাফডজন ডাবলের মালিক হয়ে ছুঁয়ে ফেললেন সচিন, সেহওয়াগকে। আরেকটা দ্বিশতরানই ভারতীয়দের মধ্যে সবার আগে পৌঁছে যাবেন দিল্লির ডানহাতি।
advertisement
f644796f129b4893811bc13c3dd3bec6-f644796f129b4893811bc13c3dd3bec6-0
advertisement
রবিবার কোটলায় টেস্টে তাঁর ষষ্ঠ ডাবল সেঞ্চুরি করার পর বিসিসিআই টিভির সাক্ষাৎকারে চেতেশ্বর পূজারার মুখোমুখি হয়েছিলেন কোহলি। পূজারা প্রথমেই জানতে চান, কী ভাবে টানা এ রকম ইনিংস খেলা সম্ভব হচ্ছে ? জবাবে কোহলি বলেন, ‘‘আমি এখন সব সময় বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নামি। যেটা আমি তোমাকে দেখে শিখেছি। আরও শিখেছি কী ভাবে মনঃসংযোগ ঠিক রাখতে হয়। কী ভাবে বড় ইনিংস খেলতে হয়।’’
advertisement
4f71164a2c0b4eb784c98c4b46a1ee30-4f71164a2c0b4eb784c98c4b46a1ee30-0
শোনা মাত্রই কোহলিকে থামিয়ে দিয়ে পূজারা বলেন, ‘‘ অনেক ধন্যবাদ এ কথা বলার জন্য।’’ কোহলি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, ‘‘ না, না ধন্যবাদের কিছু নেই। পূজারার মনঃসংযোগ, পূজারার বড় ইনিংস খেলার মানসিকতা আমাকে উদ্বুদ্ধ করে। টিমের জন্য খেলে যেতে হয় বলে ক্লান্তও লাগে না।’’
advertisement
কোহলির ইনিংসের পাশাপাশি এদিনও ৬৫ করে টাচে থাকার ইঙ্গিত দিল রোহিতের ব্যাট। তবে আফ্রিকান সাফারির আগে শাস্ত্রীদের ড্রেসিংরুমে অস্বস্তি বাড়িয়ে রাখল রাহানের বিভীষিকা ফর্ম। লঙ্কার গ্রাফ অবশ্য ইডেন টেস্টের পর থেকেই পড়তির দিকে। এদিনও শামির প্রথম বলে ঋদ্ধির হাতে জমা পড়লেন করুণারত্নে। ধনঞ্জয়কে তুলে নিল ইশান্তের পেস। আর দিলরুয়ান পেরেরাকে ৪২ রানে ফিরিয়ে দিলেন জাডেজা। সময় সময় এত দুর্বল ব্যাটিং দেখে করুণা হওয়া স্বাভাবিক। দিনের শেষে ম্যাথিউজের নামের পাশে ৫৭ আর চান্দিমলের ২৫। এখনও ৪০৫ রানে পিছিয়ে থাকা লঙ্কার লড়াইটা আরও কঠিন হয়ে যাবে দুই মুর্তি বিদায় নিলেই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পূজারাকে দেখেই শিখেছি বড় ইনিংস কীভাবে খেলতে হয় : বিরাট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement