Ranji Trophy: রঞ্জিতেও হতাশ করল বিরাটের ব্যাট! ছয় রানেই ফিরলেন 'কিং কোহলি', কাটল না খারাপ সময়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রঞ্জি ট্রফিতেও রানের খরা কাটল না বিরাট কোহলির। শুক্রবার, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র ছয় রান করে সাজঘরে ফিরলেন তিনি।
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থতার পর রঞ্জি ট্রফিতেও রানের খরা কাটল না বিরাট কোহলির। শুক্রবার, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মাত্র ছয় রান করে সাজঘরে ফিরলেন তিনি।
দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচে ১৫ বলে মাত্র ৬ রান করেন কোহলি। আগের বলে চার মারার পরেই হিমাংশু সাঙ্গওয়ানের বল কোহলির অফ স্ট্যাম্প উড়িয়ে দেয়।
advertisement
বৃহস্পতিবার শুরু হয়েছে দিল্লি বনাম রেলওয়েজ়ের ম্যাচ। ভোর থেকে লাইন দিয়ে মাঠে আসতে শুরু করেন প্রচুর দর্শক। বিনামূল্যে কোহলিকে দেখার সুযোগ ছাড়তে চাননি কেউ। কোহলি রঞ্জি খেলায় প্রতিযোগিতার আকর্ষণ বেড়ে গিয়েছিল। সকলের আগ্রহ ছিল এই ম্যাচ নিয়ে। প্রথম দিন ফিল্ডিং করে দিল্লি। ফলে কোহলির ব্যাটিং দেখা যায়নি। শুক্রবার সকালে যশ ঢুল আউট হতেই মাঠে নামেন তিনি। কিন্তু মাত্র ১৫ বলেই শেষ তাঁর রঞ্জি প্রত্যাবর্তনের ইনিংস।
advertisement

হিমাংশু সাংওয়ানের বলে বোল্ড হন কোহলি। আউট হওয়ার আগের বলটিতে চার মেরেছিলেন তিনি। ফুল লেংথ বল ছিল অফ স্টাম্পের বাইরে। কোহলি একটু এগিয়ে এসে স্ট্রেট ড্রাইভ মারেন। কিন্তু, পরের বলেই শেষ ইনিংস। প্রায় একই রকমের বল করেছিলেন হিমাংশু। এ বারের বলটি স্টাম্পে ছিল। কোহলি গিয়েছিলেন ড্রাইভ করতে। কিন্তু ভুল করলেন আগের বলের মতো এগিয়ে না এসে। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে কোহলির ব্যাট এবং পায়ের মাঝে ফাঁক তৈরি হয়। সেখান দিয়েই বল ঢুকে ছিটকে দেয় অফ স্টাম্প।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 11:26 AM IST