বালির উপর কোহলির অসাধারণ ছবি, পাকিস্তানে বাবরের থেকেও জনপ্রিয় বিরাট!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Sand Art: বালির উপর বিরাট কোহলির ছবি। শিল্পীর হাতের কাজ প্রশংসা কুড়িয়ে নিল।
#করাচি: পাকিস্তানিরা তা হলে মেনে নিল, বিরাট কোহলি সর্বকালের অন্যতম সেরা ব্যাটার! বাবর আজমের সঙ্গে তাঁরা তা হলে আ বিরাট কোহলির তুলনা করবেন না! কারণ এবার খোদ পাকিস্তানে বিরাট কোহলির একটি ছবি নিয়ে ব্যাপক হইচই পড়ে গেল।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিন বছরেরও বেশি সময় ধরে ফর্মে ফেরার জন্য লড়াই করছিলেন তিনি। বারবার ছোট্ট ভুেল আউট হচ্ছিলেন। কিছুতেই রান পাচ্ছিলেন না।
আরও পড়ুন- ডার্বি আবার সবুজ মেরুন, নায়ক হুগো, মনবীর ! টানা সপ্তম ডার্বি হার ইস্টবেঙ্গলের
শেষ পর্যন্ত এশিয়া কাপে সেঞ্চুরি করার পরে ফর্মে ফিরে আসেন কোহলি। তার পর থেকে আর তাঁকে ঠেকানো যাচ্ছে না। ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন কোহলি। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের প্রথম ম্যাচে কোহলি কার্যত একা হাতে পাকিস্তানকে হারিয়েছিলেন।
advertisement
advertisement
এবার বিরাট কোহলির এক ভক্ত বালুচিস্তানে বালির উপর প্রিয় তারকার ছবি আঁকলেন। প্রিয় ক্রিকেটারের প্রতি তাঁর ভালবাসা দেখএ সবাই অবাক। সেই ছবি ভাইরাল হচ্ছে। অনেকে আবার মজা করে বলছেন, পাকিস্তানিরা তা হলে কোহলিকে সেরা বলে মেনে নিল!
আরও পড়ুন- আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে কলকাতা ডার্বি, প্রথমার্ধ গোল-শূন্য
টুইটারে একটি ভিডিও শেয়ার করে ফাজিলা বালোচ নামে একজন লিখেছেন, "গাদানি, বেলুচিস্তানের শিল্পী আমাদের সময়ের সেরা ক্রিকেটারের প্রতি তাঁর ভালবাসা দেখালেন। বালিতে শিল্পীর এই ছবি সবাইকে অবাক করে দিল।"
advertisement
A fan of Virat Kohli @imVkohli, from Balochistan made this amazing portray of #ViratKohli𓃵 using sand art to show his love for the greatest cricketer of our time. pic.twitter.com/GlHvI7ALwA
— Fazila Baloch (@IFazilaBaloch) October 28, 2022
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির ব্যাট থেকে প্রচুর রান আসছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কোহলি অপরাজিত ৮২ রান করেন। টিম ইন্ডিয়াকে প্রায় একার হাতেই দুর্দান্ত জয় এনে দেন। এর পর দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন কোহলি।
advertisement
অন্যদিকে, ভারতের কাছে হারের পর জিম্বাবোয়ের কাছেও এক রানে হেরেছে পাকিস্তান। টানা দুটি পরাজয়ের পর পাকিস্তান দলের সমালোচনা হচ্ছে চারপাশে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 11:31 PM IST