আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে কলকাতা ডার্বি, প্রথমার্ধ গোল-শূন্য

Last Updated:

ATK Mohun Bagan vs East Bengal Kolkata Derby goal less in first half at Salt Lake Stadium in isl. আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে কলকাতা ডার্বি, প্রথমার্ধ গোল-শূন্য

বল দখলের লড়াইয়ে হুগো এবং জেরি
বল দখলের লড়াইয়ে হুগো এবং জেরি
#কলকাতা: এবারের ডার্বি, একতরফা হবে না কথা দিয়েছিলেন লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। দুমাস আগে শেষবার অল্পের জন্য হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। এবার চাকা ঘুরবে এমনটাই ছিল আশা। নির্ভীক ফুটবল খেলার কথা বলেছিলেন স্টিফেন। ম্যাচের শুরু থেকে দাপট ছিল মোহনবাগানের।
কিন্তু তারপর থেকে খেলাটা ধরে নিল ইস্টবেঙ্গল। ১৫ মিনিটের মাথায় প্রথম বলে সুযোগ পায় ইস্টবেঙ্গল। হাওকিপের হেড বাঁচিয়ে দেন মোহনবাগান গোলরক্ষক। এক মিনিট পরেই মহেশের বাড়ানো বল অল্পের জন্য ধরতে পারেনি সিলভা। জর্ডান বক্সের মধ্যে পড়ে গেলে পেনাল্টির দাবি করে ইস্টবেঙ্গল। রেফারি অবশ্য দেননি।
জনিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের কিরিয়াকু। হুগো বুমু বক্সের মধ্যে ঢুকেও নিশানায় সঠিক থাকতে পারেননি। মাথা গরম হল দু দলের। হল ধাক্কাধাক্কি। লাস্টন স্বার্থপরতার কারণে সুযোগ হারালেন এটিকে মোহনবাগানের হয়ে। সব মিলিয়ে প্রথমার্ধে আক্রমণ এবং পাল্টা আক্রমণের জমে উঠেছে ডার্বি।
advertisement
advertisement
ইস্টবেঙ্গল বুঝিয়ে দিচ্ছে এই ম্যাচটা তারা এমনি ছেড়ে দেবে না। সুযোগ পেলে পাল্টা আক্রমণ করতে ছাড়ছে না এটিকে মোহনবাগান। কিন্তু বক্সের ভেতর ফাইনাল পাস সঠিক হচ্ছে না। দু'দলের ডিফেন্স যথেষ্ট ভালো খেলছে। প্রথমার্ধে সেরা ফুটবলার হুগো বুমূ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আক্রমণ পাল্টা আক্রমণ জমে উঠেছে কলকাতা ডার্বি, প্রথমার্ধ গোল-শূন্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement