India vs England 3rd T20I: ফিল্ডিংয়ে অলস শার্দুল! মেজাজ হারিয়ে কোহলি দিলেন ধমক

Last Updated:

মোতেরায় ইংল্যান্ডকে বেঁধে রাখার জন্য একটা রান বা মিস ফিল্ডিংয়ের কোনও জায়গাই ছিল না৷ আর এই ভুলটাই করে বসেন দলের তরুণ পেসার শার্দুল ঠাকুর৷

#আহমেদাবাদ: বিরাট কোহলি (Virat Kohli) চান টিমের সকলেই যেন তাঁর মতো মাঠে একশ শতাংশ উজাড় করে দেয়৷ দলের কেউ ভাল করলে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন যেমন প্রশংসায় যেমন ভরিয়ে দেন, তেমনই খারাপ করলেও ছেড়ে কথা বলেন না কোহলি৷ এটাই ক্যাপ্টেন হট!
মঙ্গলবার মোতেরায় কোহলির ব্যাটে (৭৭) ভর করেই ভারত ভদ্রস্থ ১৫৬ রান তুলতে সমর্থ হয়েছিল৷ ভারতকে জিততে হলে এই রানের মধ্যেই ইংল্যান্ডকে বেঁধে ফেলতে হত৷ যার জন্য একটা রান বা মিস ফিল্ডিংয়ের কোনও জায়গাই ছিল না৷ আর এই ভুলটাই করে বসেন দলের তরুণ পেসার শার্দুল ঠাকুর৷
ম্যাচের ১১ ওভারে মিস ফিল্ডিং করায় শার্দুলকে তীব্র ভৎসর্না করেন বিরাট৷ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে৷ যদিও এই ঘটনার জন্য শার্দুল ক্ষমাও চেয়ে নেন বিরাটের থেকে৷ কিন্তু বিরাট নিজে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার৷ তাঁর অভিধানে এই ছোটখাটো ভুলের কোনও ক্ষমা নেই! যা বিরাটের শরীরি ভাষাই বলে দিয়েছে৷
advertisement
advertisement
এদিন বিরাটের দুর্দান্ত ব্যাটিং ঢাকা পড়ে যায় জস বাটলারের ব্যাটে৷ তিনি যেদিন খেলবেন সেদিন আর কারোর কিছু করার থাকে না৷ ফের একবার সেই প্রমাণই দিলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম ভয়ানক ব্যাটসম্যান৷ নিজে হাতেই বদলে দিলেন ম্যাচের রঙ৷ দশ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজরা। ৮ উইকেটে জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল মর্গ্যান অ্যান্ড কোং৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England 3rd T20I: ফিল্ডিংয়ে অলস শার্দুল! মেজাজ হারিয়ে কোহলি দিলেন ধমক
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement