Virat Kohli And Anushka Sharma: ভিকট্রি প্যারেডের পর কোহলি মুম্বইয়ের এয়ারপোর্টে, লন্ডনগামী বিমান চড়ে কোথায় উড়ে গেলেন তিনি!
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
Virat Kohli Heads to London: বিশ্বকাপ জেতার খুশি অনুষ্কা শর্মা ও তাঁর দুই সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভিকট্রি প্যারেড শেষ করেই কোহলি উড়ে গেল লন্ডনের উদ্দেশে৷ বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্টে হাজির হন কিং কোহলি৷ তিনি পরেছিলেন একটা অলিভ গ্রিন জ্যাকেট আর সাদা টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট৷
মুম্বই: বিশ্বকাপ জেতার খুশি অনুষ্কা শর্মা ও তাঁর দুই সন্তানের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভিকট্রি প্যারেড শেষ করেই কোহলি উড়ে গেলেন লন্ডনের উদ্দেশ্যে৷ ম্যাচ জেতার পর মাঠেই কোহলির তাঁর দুই সন্তান ভামিকা, আকায় এবং অনুষ্কা শর্মার সঙ্গে ভিডিও কল সমাজমাধ্যমে ভাইরাল হতে সময় লাগেনি৷
বার্বাডোজ থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, কোহলি কোহলি ধ্বনিতে মুখরিত হয়েছিল সমস্ত মাঠ৷ ওয়াংখেড়ে স্টেডিয়াম তো ‘চিকু’ সম্বোধনে ভরিয়ে দিয়েছিল মুম্বাইয়ের আকাশ! কিন্তু গ্যালারিতে অনুষ্কা শর্মার অনুপস্থিতি বড্ডো চোখে লাগছিল৷ ফাইনালে রোহিত শর্মা, বুমরাহ, সূর্যকুমার যাদবদের সঙ্গে তাঁদের স্ত্রীদের আনন্দঘন মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল৷ শুধু অনুষ্কা শর্মা ছিলেন না৷ তিনি তখন বসে সুদূর লন্ডনে৷ সমস্ত উদযাপনের মাঝে কোহলিও নির্ঘাত অনুভব করছিল অনুষ্কা শর্মার অনুপস্থিতি৷ তাই সমস্ত উদযাপন সাঙ্গ করেই বিরাট লন্ডনগামী বিমানে চড়ে বসে৷
advertisement
advertisement
advertisement
বৃহস্পতিবার রাতেই এয়ারপোর্টে হাজির হন কিং কোহলি৷ তিনি পরেছিলেন একটা অলিভ গ্রিন জ্যাকেট আর সাদা টি শার্ট, সঙ্গে ম্যাচিং প্যান্ট৷ বিরাটের বড় বোন ভাবনা কোহলি ধিংরা ইনস্টাগ্রামে বেশ কয়েকটা ছবি শেয়ার করে৷ সেখানে দেখা যায় কোহলি, তাঁর দিদি, বোনপো ও বোনঝির সঙ্গে জয় মুহূর্ত শেয়ার করে নিচ্ছে৷ তার পরই কমেন্ট সেকশনে অনুষ্কা সঙ্গে সঙ্গে হার্ট ইমোজি দিয়ে দেয়৷
advertisement
বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়াতে কাপ হাতে নিয়ে টিম ইন্ডিয়ার বেশ কয়েকটা ছবি শেয়ার করেন৷ সঙ্গে ক্যাপশনে তাঁর মেয়ের চিন্তাও শেয়ার করেন ‘‘টিভিতে খেলোয়াড়দের কাঁদতে দেখে আমাদের মেয়ে দুশ্চিন্তা ছিল, ওদের কী কেউ হাগ করবে? হ্যাঁ করবে ভামিকা, সারা দেশ ওদের আজ হাগ করছে৷ কী অসাধারণ জয়৷ কংগ্র্যাচুলেশন!! কংগ্র্যাচুলেশন!!’’ কোহলি- অনুষ্কা শর্মা ও তাঁদের দুই সন্তানের একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় জয়ের সেলিব্রেশন দেখার জন্য সমগ্র দেশ মুখিয়ে রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 2:39 PM IST