‘‘ সব যদি আমিই করি, বাকি ১০ জন প্লেয়ার তাহলে কী করবে ? ’’: বিরাট
Last Updated:
টিম ইন্ডিয়া সিরিজ জিতলেও সাংবাদিক সম্মেলনে স্বভাবতই বিরাটের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠে ৷
#বেঙ্গালুরু: ওয়ান ডে-র পর আরও একটা উত্তেজক টি২০ সিরিজ উপহার দিল টিম ইন্ডিয়া ৷ বেঙ্গালুরুতে যুযুবেন্দ্র চাহালের বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স ছাড়াও ব্যাট হাতেও কামাল করেছেন ভারতীয়রা ৷ তবে সিরিজ মেন ইন ব্লু’রা ২-১-এ জিতলেও একটা বিষয় নিয়ে ভারতীয় সমর্থকরা মোটেই খুশি নয় ৷ সেটা হল অধিনায়ক কোহলির পারফরম্যান্স ৷ টেস্ট ও ওয়ান ডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা বিরাটের থেকে টি২০-তেও অনেক বেশি প্রত্যাশা ছিল ৷ কিন্তু তিন ম্যাচের তিনটেতেই ব্যাট হাতে ফ্লপ তিনি ৷ তাই টিম ইন্ডিয়া সিরিজ জিতলেও সাংবাদিক সম্মেলনে স্বভাবতই বিরাটের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠে ৷ প্রশ্ন ওঠে ওপেনিং স্লট কি তাহলে ক্লিক করছে না বিরাটের ? এই প্রশ্নের উত্তরও অবশ্য ভালমতোই দিয়েছেন ভারত অধিনায়ক ৷ তাঁর স্পষ্ট কথা, ‘‘সব যদি আমিই করে দিই, তা হলে বাকি ১০ জন প্লেয়ার কী করবে?’’
টি ২০-তে ব্যাট হাতে ওপেন করে এখনও সাফল্য আসেনি। চিন্নাস্বামীতে শেষ ম্যাচেও মাত্র ২ রানেই প্যাভিলিয়ানে ফিরেছেন ভারত অধিনায়ক। তাই ম্যাচ জিতলেও নিজের ব্যাটিং নিয়ে যে প্রশ্নের মুখে তাঁকে পড়তে হবে, সেটা ভালমতোই জানতেন বিরাট ৷ সেইমতো যেন প্রস্তুতি নিয়েই সাংবাদিক সম্মেলনে এদিন এসেছিলেন তিনি ৷ বিরাট বলেন, ‘‘ আমি যখন আইপিএল-এ বেঙ্গালুরুর হয়ে ওপেন করে চারটে সেঞ্চুরি করেছিলাম তখন তো কেউ কিছু বলেনি। আর এখন দু’ম্যাচে রান পাইনি তাতে এত সমস্যা হয়ে গেল ?’’ টিমমেটদের জয়ের সমস্ত কৃতিত্ব দিয়ে কোহলি আরও বলেন, ধোনি উইকেটের পিছনে রয়েছেন। সঙ্গে আশু ভাই (আশিস নেহরা) ও যুবি পা (যুবরাজ সিং)-এর মতো অভিজ্ঞরা দলের সঙ্গে রয়েছেন। আমি লিমিটেড ওভার ক্রিকেটে নতুন। ওরা কিন্তু দীর্ঘদিন ধরে খেলছেন। যখনই দরকার হয়েছে ওদের থেকে উপদেশ নিয়েছি। এই জয়ের পিছনে ওদের ভূমিকা তাই অনেক।’’
advertisement
Expect @imVkohli to be witty. Sample this one from the post-match press conference. #INDvENG pic.twitter.com/JytGocbcxo
— BCCI (@BCCI) February 1, 2017
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2017 6:36 PM IST