Asia Cup : বাবরের সঙ্গে বিরাটের করমর্দন! দুবাইয়ে ধরা পড়ল দুই মহা তারকার বন্ধুত্ব
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Virat Kohli exchange friendship and handshake with Pakistan captain Babar Azam in Dubai. বাবরের সঙ্গে বিরাটের করমর্দন! দুবাইয়ে ধরা পড়ল দুই মহা তারকার বন্ধুত্ব
#দুবাই: বাবর আজম এবং বিরাট কোহলি নিয়ে এই মুহূর্তে প্রচুর চর্চা হয় ক্রিকেট মহলে। তবে যে যাই বলুন, এই দুজন ক্রিকেটার একে অপরকে শ্রদ্ধা করেন। আগেও দেখা গিয়েছিল, আবারও দেখা গেল পরিচিত দৃশ্য। ২৮ অগস্ট এশিয়া কাপের ম্যাচে বাবর আজমের পাকিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত। তার আগেই বাবরের সঙ্গে দেখা হয়ে গেল বিরাট কোহলির।
আরও পড়ুন - Hot Female Referees : ফুটবল বিশ্বের যৌন আবেদনময়ী মহিলা রেফারিদের চেনেন? নিজেকে সামলাতে হিমশিম খাবেন
ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপের মাঝেই হালকা মেজাজে দেখা গেল তাঁদের। এশিয়া কাপ খেলতে দুবাই পৌঁছে গিয়েছে ভারত, পাকিস্তান-সহ অংশগ্রহণকারী দলগুলি। সেখানেই দেখা হল বাবর-কোহলির। দুই ক্রিকেটার পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। কিছুক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে তাঁদের।
advertisement
OMG Virat kohli & Babar together again.#ViratKohli𓃵 #BabarAzam𓃵 pic.twitter.com/UMchzTYfhD
— Komal see ♡ (@CricVillaa) August 24, 2022
advertisement
বাবর এর সঙ্গে কোহলির কথার সময় পাকিস্তান অধিনায়ককে দেখা যায় প্রাণ খুলে হাসতে। বিরাট আগেও জানিয়েছেন তিনি বাবরকে পছন্দ করেন। পাকিস্তান অধিনায়ক ভাল ছন্দে থাকলেও দীর্ঘ দিন রানের মধ্যে নেই ভারতের প্রাক্তন অধিনায়ক। ইংল্যান্ড সফরের পর প্রায় এক মাস বিশ্রাম নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছেন কোহলি।
advertisement
ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররাও। হার্দিক পান্ডিয়াকে দেখা যায় রশিদ খানের সঙ্গে কথা বলতে। যুজবেন্দ্র চহালকে দেখা গিয়েছে মহম্মদ নবির সঙ্গে। ক্রিকেটারদের হালকা মেজাজে আড্ডার ভিডিয়ো নেটমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কোহলি ইংল্যান্ড থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রাম নিলেও অনুশীলন করেছেন নিয়মিত। হারানো ছন্দের খোঁজে কঠোর পরিশ্রম করেছেন। দীর্ঘ ব্যর্থতা ভুলে এশিয়া কাপেই চেনা মেজাজে ফিরতে চান কোহলি। পাকিস্তানের দলের সঙ্গে থাকা প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ ইউসুফকেও দেখা যায় বিরাটের সঙ্গে কথা বলতে। সব মিলিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ মাঠে নামার আগে অনুশীলনের সময় বন্ধুত্বপূর্ণ ছবি ধরা পড়ল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2022 12:14 PM IST