এবার নাটু নাটু-তে জমিয়ে নাচলেন বিরাট কোহলি, ঝড় তুলল সেই ভিডিও
- Published by:Sudip Paul
Last Updated:
ম্যাচ চলাকালীন বিরাট কোহলির নাচ কোনও নতুন বিষয় নয়। নানা সুপার হিট গানের তালে নাচতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার বিরাট কোহলি নাচলেন "আরআরআর" সিনেমার অস্কার জয়ী গান "নাটু নাটু"-তে।
মুম্বই: ম্যাচ চলাকালীন বিরাট কোহলির নাচ কোনও নতুন বিষয় নয়। এর আগেও একাধিকবার মাঠে ফিল্ডিং করার সময় বিন্দাস মুডে পাওয়া গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক। নানা সুপার হিট গানের তালে নাচতেও দেখা গিয়েছে বিরাট কোহলিকে। এবার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীন ফিল্ডিংয়ের সময় ফের কোমড় দোলাতে দেখা গেল বিরাটকে। আর এবার বিরাট কোহলি নাচলেন "আরআরআর" সিনেমার অস্কার জয়ী গান "নাটু নাটু"-তে।
Kohli Dancing For Naatu Naatu Dance🕺❤️ @imVkohli @its_King18 @Vk__cult @vk__cult2 @vk_Cult03 @Sainath_Reddy_5 pic.twitter.com/NIYmPcMRBj
— Kalyan Cherry (@Kalyancherry98) March 17, 2023
advertisement
অস্কারের মঞ্চে সম্মানিত হওয়ার আগেই নাটু নাটু জিতেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কার। আর কয়েক দিন আগে অস্কার পাওয়ার পুরো বিশ্ব যেন মেতে উঠেছে নাটু নাটু-র তালে। সেই গানে নাচ থেকে নিজেকে বেশি দিন দূরে রাখতে পারলেন বিরাট কোহলিও। ওয়াংখেড়ে ফিল্ডিং করার সময় হঠাৎই দেখা যায় বিরাট কোহলি নাটু নাটু গানের স্টেপ করছেন। যেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। নাটু নাটু-তে বিরাট কোহলির নাচ ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
advertisement
Virat Kohli danced on the 'Naatu Naatu' song during the 1st innings. pic.twitter.com/VGGlyR0DMB
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2023
প্রসঙ্গত, ওয়াংখেড়েতে প্রথম একদিনের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিতের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া হার্দিক পান্ডিয়া। মহম্মদ শামি-মহম্মদ সিরাজের পেস অ্যাটাক ও রবীন্দ্র জাদেজা-কুলদীপ যাদবের স্পিনের ভেলকির সামনে মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান কেএল রাহুল অনবদ্য ইনিংস খেলেন। তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাজেদা ও হার্দিক পান্ডিয়া। ৫ উইকেটে ম্যাচ জেতে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 12:15 PM IST