যে জিনিস কখনও ছুঁয়েও দেখেন না, জন্মদিনে সেটাই চেটেপুটে খেলেন কোহলি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli Cuts Cake: জন্মদিনে ফিটনেসের ভাবনা গেল গোল্লায়! বিরাট কোহলি এমনিতে এসব খাবার ছুঁয়েও দেখেন না।
#মেলবোর্ন: টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। আর তাঁকে এই উচ্চতায় পৌঁছতে সব থেকে বেশি সহায়তা করেছে তাঁর ফিটনেস। এই ফিটনেস বজায় রাখথে কোহলি প্রচুর কসরত করেন। খাওয়া-দাওয়াও করেন বাছ-বিচার করে।
আজ, ৫ নভেম্বর ৩৪ বছরে পা দিলেন কোহলি। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় পরের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। ভারতকে তাদের পরবর্তী ম্যাচ খেলতে হবে মেলবোর্নে। বিরাট তাঁর এবারের জন্মদিন এমসিজি ড্রেসিং রুমে সতীর্থ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে উদযাপন করেছেন।
আরও পড়ুন- ৩৪ তম জন্মদিনে অচেনা কোহলি, জানুন ১০টি আকর্ষণীয় 'বিরাট' তথ্য
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে বিরাটকে কেক কাটতে এবং তার পর সেটা খেতে দেখা যায়। সঙ্গে রয়েছেন প্যাডি আপটন।
advertisement
advertisement
আজ প্যাডি আপটনেরও জন্মদিন। তিনি টিম ইন্ডিয়ার মেন্টাল কন্ডিশনিং কোচ। বিরাটের ব্যাটে যখন রান হচ্ছিল না, তখন প্যাডি আপটনের কাছ থেকে কোচিং নিতে যান তিনি। এদিকে, মেলবোর্ন স্টেডিয়ামে বিরাটের কেক কেটে খাওয়ার ছবি ভাইরাল হয়েছে।
বিরাট কোহলি ফিটনেস নিয়ে খুবই সচেতন। তাঁকে ফিটনেস-ফ্রিক হিসেবে বিবেচনা করা হয়। এই ক্ষেত্রে তিনি শুধু দেশেই নয়, বিশ্বের অনেক ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা। অনেক ক্রীড়াবিদ কেক এবং ওই জাতীয় খাবার থেকে দূরে থাকেন। কারণ এগুলি প্রচুর ক্যালোরি বাড়ায়। বিরাট নিজেই বলেছিলেন, তিনি ফিটনেসের জন্য খুব ভেবেচিন্তে ডায়েট নেন।
advertisement
Birthday celebrations ON in Australia
— BCCI (@BCCI) November 5, 2022
Happy birthday @imVkohli & @PaddyUpton1 #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/sPB2vHVHw4
আরও পড়ুন- বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা ক্রিকেটার
জন্মদিনে ফিটনেসের কথা আর মাথায় রাখেননি বিরাট। ভারতীয় দল৬ নভেম্বর, রবিবার সুপার-১২ রাউন্ডের গ্রুপ-২-এর শেষ ম্যাচে জিম্বাবোয়ের মুখোমুখি হবে। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতলেই সেমিফাইনালের টিকিট পাকা। কিন্তু হারলেই মুশকিল। গ্রুপ-২-তে আপাতত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 4:06 PM IST