বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারকা ক্রিকেটার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপের মাঝেই বিরাট কোহলির ৩৪ তম জন্মদিন। খারাপ সময় কাটিয়ে এবারের জন্মদিন আলাদাই ব্যাপার বিরাট কোহলির কাছে।
#মেলবোর্ন: খারাপ সময় কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এরইমধ্যে জীবনের ইনিংসে বিরাট দিন। ৩৪ তম জন্মদিন প্রাক্তন ভারত অধিনায়কের। পরিবারের থেকে দূরে থাকলেও এবারের জন্মদিনের গুরুত্ব কোহলির কাছে একটু আলাদা। গত বছর এমন সময়ে ফর্ম হাতরে বেড়াচ্ছিলেন বিরাট। তবে এই বছর পরিস্থিতি বদলেছে। ফিরেছেন 'রান মেশিন' কোহলি। এসেছে বহু প্রতীক্ষিত শতরান। এই জন্মদিন তার কাছে শাপমুক্তিরও বলা চলে।
জন্মদিনের রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন বিরাট কোহলি। স্পেশাল দিনে ভারতীয় দল তথা বিশ্ব জুড়ে প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার থেকে তার কোটি কোটি ফ্যানেরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। বিসিসিআইয়ের তরফ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে কিং কোহলিকে। েসখানে বিরাট কোহলিরক ক্রিকেট পরিসংখ্যান ও ২০১১ বিশ্বকাপ, ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কথা তুলে ধরা হয়েছে।
advertisement
4⃣7⃣7⃣ international matches & counting 👍 2⃣4⃣3⃣5⃣0⃣ international runs & going strong 💪 2⃣0⃣1⃣1⃣ ICC World Cup & 2⃣0⃣1⃣3⃣ ICC Champions Trophy winner 🏆 🏆
Here's wishing @imVkohli - former #TeamIndia captain & one of the best modern-day batters - a very happy birthday. 👏 🎂 pic.twitter.com/ttlFSE6Mh0 — BCCI (@BCCI) November 5, 2022
advertisement
advertisement
বিরাট কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকেও দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম সফল ব্যাটারকে শুভেচ্ছা জানানো হয়েছে। যে ছবি শেয়ার করা হয়েছে আরসিবির তরফে সেখানে বিরাট কোহলিকে রাজকীয় বেশে দেখানো হয়েছে ও গ্রেটেস্ট অফ অল টাই বলা হয়েছে। সঙ্গে টি-২০ বিশ্বকাপের মুহূর্তও তুলে ধরা হয়েছে।
Happy Birthday, to the G.O.A.T!
One of the most fearless performers in World Cricket.@imVkohli ನಮ್ಮ ವಿರಾಟ ರಾಜ! 👑#PlayBold #HappyBirthdayViratKohli pic.twitter.com/uu8sF0B4vV — Royal Challengers Bangalore (@RCBTweets) November 5, 2022
advertisement
প্রসঙ্গত, বর্তমানে টি-২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করছেন বিরাট কোহলি। রবিবার টি-২০ িবশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে ভারত। সেমিতে যেতে গেলে এই ম্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। জিম্বাবোয়ের বিরুদ্ধেও নিজের স্বপ্নের ফর্ম ধরে রাখাই লক্ষ্য বিরাট কোহলির।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 12:23 PM IST