ব্রিটিশদের কাছে হেরে স্বপ্নভঙ্গ ভারতের, চ্যাম্পিয়ন স্টোকসদের কী বললেন কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ১ ওভার বাকি থাকতে জয় পায় ইংল্যান্ড।
#মুম্বই: ফাইনালে পৌছালেও স্বপ্নপূরণ হয়নি পাকিস্তানের। ৫ উইকেটে বাবর আজমের দলকে হারিয়ে রেকর্ড সৃষ্টি করে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। একমাত্র আয়ারল্যান্ড ম্যাচ বাদ দিলে প্রতিযোগিতার শুরু থেকেই ব্যাটে-বলে দুরন্ত ছন্দে খেলেছে জস বাটলারের দল। ফাইনালেও চাপের মুহূর্তে সেই ছন্দ হারায়নি ব্রিটিশ লায়ন্সরা। তাই তো বিশ্বজয়ের পর ইংল্যান্ডের প্রশংসা না করে থাকতে পারলেন না বিরাট কোহলি।

সেমিফাইনাল থেকে বিদায়ের পর দেশে ফিরে এসেছে ভারতীয় দল। হতাশ ও ভগ্ন হৃদয় নিয়ে যে তিনি দেশে ফিরেছেন সেই কথা সোশ্যাল মিডিয়ায় আগেই জানিয়েছেন বিরাট কোহলি। তবে ফাইনাল দেখতে ভোলেননি তিনি। টিভির পর্দায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ পুরোটাই দেখেন বিরাট। ম্যাচ শেষে নিজের ইনস্টা স্টোরিতে ইংল্যান্ড দলকে প্রশংসায় ভরিয়ে দেন কোহলি। একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন যে, ‘ইংল্যান্ড তোমাদের শুভেচ্ছা, আপনারা সত্যি যোগ্য।’
advertisement
advertisement
প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ২০২২ ফাইনালে মেলবোর্নে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন জস বাটলার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৩৮ রান করেন শান মাসুদ ও ৩২ রান করেন বাবর আজম। ৩ উইকেট নেন স্যাম কুরান। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। ৫২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বেন স্টোকস।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2022 8:26 AM IST