হোম /খবর /খেলা /
ইন্ডিয়ান আইডল খ্যাত ঋষির গানে মুগ্ধ বিরাট কোহলি, গায়কের ফোনে এল মেসেজ

ইন্ডিয়ান আইডল খ্যাত ঋষির গানে মুগ্ধ বিরাট কোহলি, গায়কের ফোনে এল মেসেজ

Virat Kohli To Rishi Singh: ইন্ডিয়ান আইডল ১৩-র গায়ক ঋষি সিংয়ের ফোনে বিরাট কোহলির মেসেজ!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: অনেকেই তাঁকে দেখছেন  ইন্ডিয়ান আইডল ১৩ হিসেবে। কেউ কেউ বলছেন, তাঁর গলায় জাদু আছে। ঋষি সিং এরই মধ্যে সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছেন।

সেই ঋষি সিং-এর ভক্ত যে খোদ বিরাট কোহলি, তা কে জানত! বিরাট কোহলি নিজে মেসেজ করেছেন ঋষিকে। জানিয়েছেন, ঋষির গলার গান শুনতে তিনি ভালবাসেন। ঋষি সিংকে শুভকামনা জানিয়েছেন কোহলি।

আরও পড়ুন- মনের কথা শুনে কার জন্য় অস্ট্রেলিয়া গেলেন উর্বশী রাউতেলা, কারণ কী ঋষভ পন্থ

ইন্ডিয়ান আইডল ১৩ -র সঞ্চালক আদিত্য নারায়ণ এদিন সবার সামনে  আনেন বিষয়টি। বিরাট তাঁকে মেসেজে লিখেছেন, ঋষি, আমি তোমার গানের ভক্ত। তোমার গান শুনি, ভাল লাগে। তুমি আরও অনেক দূর এগিয়ে যাও। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।

বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় মাত্র ২২৫ জনকে ফলো করেন। তাদের মধ্যে একজন ঋষি সিং। বিরাট এদিন ঋষিকে মেসেজে আরও লেখেন, "তোমার গানের স্টাইল আমার খুব ভাল লাগে। অল দ্য বেস্ট।"

ঋষিও পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি প্রত্যুত্তরে লেখেন, "অনেক অনেক ধন্যবাদ স্যর!" জানা যায়, ১৯ বছরের ঋষি উত্তরপ্রদেশের অযোধ্যার বাসিন্দা। এখন তিনি দেরাদুনে পড়াশোনা করেন।

আরও পড়ুন- অবশেষে স্বপ্নপূরণ বাংলার শাহবাজ আহমেদের, ভারতীয় দলে অভিষেক হল তরুণ অলরাউন্ডারের

ইন্ডিয়ান আইডল ১৩-তে তিনি কেশরিয়া গানটি গেয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছিলেন। আর এবার ঋষির ভক্তের তালিকায় জুড়ল আরেক নাম। বিরাট কোহলি। ফলে স্বাভাবিকভাবেই ঋষির উপর সবার প্রত্যাশা আরও কয়েক গুণ বেড়ে গেল।

Published by:Suman Majumder
First published:

Tags: Indian Idol, Virat Kohli