অবশেষে স্বপ্নপূরণ বাংলার শাহবাজ আহমেদের, ভারতীয় দলে অভিষেক হল তরুণ অলরাউন্ডারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
জিম্বাবোয়ে সিরিজে ভারতীয় দলে ডাক পেলেও অভিষেক হয়নি। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে টিম অভিষেক হল বাংলার শাহবাজ আহমেদের।
#রাচি: ওয়াশিংটনরে চোটের কারণে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার শাহবাজ আহমেদ। কিন্তু অভিষেক হয়নি। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে তোলার অপেক্ষাটা দীর্ঘায়িত হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ফের জাতীয় দলে ডাক পাওয়ায় ফের আশা জেগেছিল শাহবাজের। অবশেষে হল স্বপ্নপূরণ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে ভারতীয় দলে অভিষেক হল বাংলার অলরাউন্ডারের।
আইপিএলে ২০২২-এ লাগাতার রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে দুরন্ত পারফরম্যান্স। রঞ্জি ট্রফিতেও বাংলা দলকে একার হাতে জিতিয়েছেন একাধিক ম্যাচ। তারপর থেকেই ভারতীয় দলে সুযোগ পাওয়ার একটা জল্পনা তৈরি হয়েছিল বালার স্পিনার-অলরাউন্ডার শাহবাজ আহমেদের। জিম্বাবোয়ো সফরে সেই ডাক আসে আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলা থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া আরও এক ক্রিকেটার হলেন শাহবাজ।
advertisement
বিসিসিআইয়ের তরফ থেকে শাহবাদ আহমেদের ভারতীয় দলের টুপি পাওয়ার ভিডিও সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায় ম্য়াচের টিম হার্ডেলে শাহবাজ আহমেদকে টুপি দেওয়া হয়। নিজের স্বপ্নপূরণ হওয়ায় খুশি বাঁ হাতি স্পিনার-ব্য়াটসম্য়ান। শাহবাজকে শুভেচ্ছা জানান দলের অন্য়ান্য় সতীর্থরা। শুভেচ্ছা জানানো হয় বিসিসিআইয়ের তরফ থেকেও।
advertisement
🎥 A moment to cherish for Shahbaz Ahmed as he makes his debut in international cricket. 👏 👏
Go well! 👍 👍 Follow the match ▶️ https://t.co/6pFItKAJW7 #TeamIndia | #INDvSA pic.twitter.com/Jn9uU5fYXc — BCCI (@BCCI) October 9, 2022
advertisement
প্রসঙ্গ,আইপএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে ২৭৯ রান ককরেছেন শাহবাজ আহমেদ। উইকেট নিয়েছেন ১৩টি। ফার্স্ট ক্লাস কেরিয়ারে ১৮ ম্যাচে ১০৪১ রান করেছেন শাহবাজ। গড় ৪১.৬৪, সর্বোচ্চ স্কোর ১১৬, শতরান ১টি, অর্ধশতরান ৭টি। বল হাতে ১৮ ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ৫৭ রান দিয়ে ৭ উইকেট তার বেস্ট বোলিং ফিগার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 2:27 PM IST