পাকিস্তান ম্যাচে অনবদ্য ইনিংসের পুরস্কার, টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম দশে বিরাট কোহলি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রম তালিকায় প্রথম দশে বিরাট কোহলি। পাকিস্তান ম্যাচে অনবদ্য ইনিংসের পুরস্কার পেলেন তিনি।
#সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে নিজের কেরিয়ারের সেরা ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। ৫৩ বলে ৮২ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে একাধিক নজির গড়েছেন তিনি। এবার পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক ইনিংস খেলার আরও এক পুরস্কার পেলেন বিরাট কোহলি। আইসিসি টি-২০ ক্রমতালিকায় বিরাট লাফ। ফের প্রথম দশে চলে এলেন কোহলি।
কয়েক মাস আগেই লাগাতার অফ ফর্মের জেরে নামতে নামতে টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ৩৫ নম্বর স্থানে নেমে গিয়েছিলেন বিরাট কোহলি। এশিয়া কাপে কামব্যাক ও সেঞ্চুরির করার পর থেকেই ধীরে ধীরে ক্রমতালিকায় উপরের দিকে উঠছিলেন কোহলি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ১৫তম স্থানে ছিলেন বিরাট। সেখানে থেকে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ উইনিং ইনিংস খেলে নবম স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি।
advertisement
বিরাট কোহলির পয়েন্ট ৬৩৫। একসময় টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষ স্থানে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখান থেকে পতনের পর ফের একবার চড়াইয়ের পথে বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ম্যাচের মত ফর্ম ধরে রাখতে পারলে এই ক্রম তালিকায় আরও উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে বিরাট কোহলির।
advertisement
প্রসঙ্গত, আইসিসির টি-২০ ক্রম তালিকায় শীর্ষে ৮৪৯ নিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্কানের মহম্মদ রিজওয়ান। ৮৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। তৃতীয় স্থানে ভারতের সূর্যকুমার যাদব। পয়েন্ট ৮২৮। ৭৯৯ পয়েন্ট নিয়ে চতুর্থ ্স্থানে পাকিস্তানের বাবর আজম। ৭৬২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2022 8:39 PM IST