Virat Kohli Rohit Sharma: ফের কবে ভারতীয় দলের হয়ে মাঠে দেখা যাবে রোহিত-কোহলিকে? জেনে নিন তারিখ-সময়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli And Rohit Sharma: অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়েছেন রোকো জুটি।
অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে বিদায় জানিয়েছেন রোকো জুটি। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে রোহিত শর্মা দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দেন, অন্যদিকে বিরাট কোহলি অর্ধশতরান করে দলের ইনিংসকে ভিত মজবুত করেন। তাদের পারফরম্যান্সে ভারতীয় ভক্তরা উচ্ছ্বসিত হলেও একই সঙ্গে কিছুটা আবেগপ্রবণও, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে এই জুটিকে আর দেখা যাবে না।
রোহিত ও বিরাট ইতিমধ্যেই টেস্ট ও টি–টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এখন তারা শুধু ওয়ানডে ফরম্যাটেই ভারতের প্রতিনিধিত্ব করেন। এই সিদ্ধান্ত তাদের কেরিয়ারের শেষ পর্যায়ে ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে নিজেদের ফোকাস বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। ভক্তদের একাংশ যেখানে তাদের সিদ্ধান্তে খুশি, অন্যরা আবার আক্ষেপ প্রকাশ করেছেন যে টেস্ট ও টি–টোয়েন্টি ফরম্যাটে আর এই দুই কিংবদন্তিকে দেখা যাবে না।
advertisement
তবে ভক্তদের জন্য সুখবর হলো—রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখতে তাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা দল ভারত সফরে আসছে। এই সফরে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে, এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং শেষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। রোহিত ও বিরাটকে ফের দেখা যাবে ওয়ানডে সিরিজে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: কবে থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ? কোথায় দেখা যাবে বিনা মূল্যে? রইল আপডেট
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর রাঁচিতে, দ্বিতীয় ওয়ানডে হবে ৩ ডিসেম্বর ছত্তিশগড়ের, আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে।
advertisement
এই সিরিজে রোহিত ও বিরাটের পারফরম্যান্সের দিকে থাকবে সবার নজর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সাম্প্রতিক সাফল্যের পর ভক্তরা আশা করছেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তারা একই ধারায় খেলবেন এবং ভারতের ওয়ানডে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 2:42 PM IST

