IND vs AUS: কবে থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ? কোথায় দেখা যাবে বিনা মূল্যে? রইল আপডেট

Last Updated:

IND vs AUS T20 Series: এশিয়া কাপ ২০২৫ জেতার পর প্রথমবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলকে অ্যাকশনে দেখা যাবে। অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকবেন মিচেল মার্শ।

News18
News18
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। প্রথম দুটি ম্যাচ জিতে অজিরা সিরিজ পকেটে পুড়লেও শেষ ম্যাচে রোহিত-কোহলির ব্যাটে ভর করে দুরন্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এবার পালা টি-২০ সিরিজের। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।
এশিয়া কাপ ২০২৫ জেতার পর প্রথমবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দলকে অ্যাকশনে দেখা যাবে। অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকবেন মিচেল মার্শ। চলুন জেনে নেওয়া যাক—এই সিরিজ কবে এবং কীভাবে সরাসরি দেখা যাবে, আর দলে কারা কারা আছেন।
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের পাঁচটি ম্যাচ পাঁচটি ভিন্ন ভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে। ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ। প্রতিটি ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১:৪৫ মিনিটে শুরু হবে।
advertisement
advertisement
১. প্রথম টি-২০: ২৯ অক্টোবর – ক্যানবেরা (১:৪৫ মিনিট)
২.দ্বিতীয় টি-২০: ৩১ অক্টোবর – মেলবোর্ন (১:৪৫ মিনিট)
৩. তৃতীয় টি-২০: ২ নভেম্বর – হোবার্ট (১:৪৫ মিনিট)
৪. চতুর্থ টি-২০: ৬ নভেম্বর – গোল্ড কোস্ট (১:৪৫ মিনিট)
৫ পঞ্চম টি-২০: ৮ নভেম্বর – ব্রিসবেন (১:৪৫ মিনিট)
টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমন গিল (সহ-অধিনায়ক), তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।
advertisement
টি-২০ সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (১–৩ ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (৩–৫ ম্যাচ), টিম ডেভিড, বেন ডওয়ারশুস (৪–৫ ম্যাচ), ন্যাথান এলিস, জশ হ্যাজলউড (১–২ ম্যাচ), ট্র্যাভিস হেড, জশ ইনগলিস, ম্যাথিউ কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল (৩–৫ ম্যাচ), মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।
advertisement
কোথায় দেখা যাবে লাইভ?
ভারতে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সম্প্রচার অধিকার রয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্কের কাছে। টিভিতে দেখা যাবে Star Sports-এর বিভিন্ন চ্যানেলে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে JioCinema / Disney+ Hotstar-এ সরাসরি সম্প্রচার।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: কবে থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ? কোথায় দেখা যাবে বিনা মূল্যে? রইল আপডেট
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement