হোম /খবর /খেলা /
দশ বছরে প্রথম বার ব্যাট স্পর্শ করিনি! মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন কোহলি

Virat Kohli : দশ বছরে প্রথম বার ব্যাট স্পর্শ করিনি! মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিলেন জানালেন কোহলি

খারাপ সময় ভেঙে পড়েছিলাম, অকপট কোহলি

খারাপ সময় ভেঙে পড়েছিলাম, অকপট কোহলি

Virat Kohli admits having mental pressure due to poor form. দশ বছরে প্রথম বার ব্যাট স্পর্শ করিনি! মানসিকভাবে কতটা বিধ্বস্ত ছিলেন জানালেন কোহলি

  • Share this:

#দুবাই: ভারতের কোটি কোটি ক্রিকেট সমর্থক, কর্মকর্তা এমনকি অনেক বিপক্ষ দেশের ক্রিকেটপ্রেমীরাও চাইছেন তিনি ছন্দে ফিরে আসুন। তিনি নিজেও জানেন এই এশিয়া কাপ কার কাছে কতটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে চলেছে। একটা অলিখিত চাপ রয়েছে তার ওপর। দীর্ঘ বিরতির পরেই এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট। আর এই টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি।

বর্তমানে তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে রয়েছেন। তিনি ২০১৯ সালের পর থেকে একটিও সেঞ্চুরি করেননি। আর এই বছর জাতীয় দলের জার্সিতে তিনি শুধুমাত্র একবার ৫০ রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। ২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই ক্রিকেট খেলেছেন।

এর পরে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নির্বাচকদের কাছে বিশ্রাম চেয়েছিলেন, যদিও জিম্বাবোয়ে সফরেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিসিসিআই শনিবার বিরাট কোহলির সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ৩৩ বছরের তারকাকে তাঁর খারাপ ফর্ম নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। কোহলি মাঠে তার অবিশ্বাস্য গতি এবং আগ্রাসনের জন্য পরিচিত।

তবে শেষ পর্যন্ত গত মাসে খেলা থেকে বিরতির সিদ্ধান্ত নেওয়ার আগে কোহলি যে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন, সেটা স্বীকার করে নিয়েছেন তিনি। ভারতীয় তারকা জানিয়েছেন যে, খেলা থেকে বিরতিতে থাকার সময়ে তিনি তাঁর ব্যাট স্পর্শও করেননি। কোহলি আরও স্বীকার করেছেন, তিনি ক্লান্ত বোধ করতেন।

কোহলিকে বলতে শোনা গিয়েছে, ১০ বছরের মধ্যে প্রথম বার আমি এক মাস আমার ব্যাট স্পর্শ করিনি। আমি বুঝতে পেরেছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন আমাকে বিরতি নিতে বলেছিল। তবে বিরাট আশাবাদী খারাপ সময় তিনি পেছনে ফেলে এসেছেন। এবার শুধু সামনে তাকানোর পালা।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Virat Kohli