দিল্লি: আইপিএলে গৌতম গম্ভীরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ার পর আবার ঈশ্বরে মন গেল বিরাট কোহলির। অনুষ্কা শর্মার সঙ্গে আবার একটি মন্দিরে গেলেন কোহলি। ধুতি পড়ে ঈশ্বরের সাধনা করতে দেখা যায় তাকে। তবে এই মন্দিরের নাম জানা যায়নি। ঘন্টাখানেক একসঙ্গে কাটিয়ে তারপর মন্দির থেকে বেরিয়ে যান তারা।
এর আগে মধ্যপ্রদেশের বিখ্যাত উজ্জ্বয়ন মন্দির এবং নৈনিতালের কাছে নিম করলি বাবার আশ্রমে গিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বিরাটকে জিজ্ঞেস করেছেন কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন? গৌতম গম্ভীর নাকি?
#AnushkaSharma and #ViratKohli visited a temple post IPL match.https://t.co/01wggWdPyk
— Filmfare (@filmfare) May 3, 2023
আজ পর্যন্ত আইপিএল জিততে পারেনি বিরাট কোহলি। অনেকে মনে করছেন এবার তার শেষ সুযোগ। এখন দেখার সেই সুযোগ তিনি কাজে লাগাতে পারেন কিনা। কারণ ইতিমধ্যেই গৌতম গম্ভীদের সঙ্গে তার ঝগড়া বিরাট কোহলির ফোকাস নাড়িয়ে দিতে পারে এমন মনে করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gautam Gambhir, Virat Kohli