Salman Khan and Cristiano Ronaldo: এ কী ফ্রেম, ভাইজান আর CR 7 দু পাশে, মধ্যে নাকি জর্জিনা, ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video) কীভাবে জর্জিনাকে মাঝে নিয়ে বসে আছেন সলমান খান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷
কলকাতা: ফ্যানদের একদম বাহ ভাই বাহ! একই ফ্রেমে বলিউডের ভাইজান সলমান খানের সঙ্গে ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ একটি বক্সিং রিংয়ের বাইরে একেবারে ফ্রন্ট রো আলো করে বসে আছেন দুই তারকা৷ সলমান ও রোনাল্ডোর মধ্যেকার সিটে বসেছেন সিআর সেভেনের হট গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজ৷
সলমান খান সম্প্রতি সৌদি আরবের রিয়াধে ছিলেন যেখানে তিনি টাইসন ফিউরি এবং ফ্রান্সিস এনগান্নুর মধ্যে বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন। ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পার্টনার জর্জিনা রডরিগেজ পাশে ম্যাচটি উপভোগ করেন তিনি। সলমান এবং রোনাল্ডোর ভিডিও এবং ফটো অনলাইনে প্রকাশিত হয়েছে, যা ভক্তদের ‘ক্রসওভার’ নিয়ে উত্তেজিত করে রেখেছে।
সলমান খান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
advertisement
advertisement
একটি ভিডিওতে সলমান খানকে ভিভিআইপি আসনে বসে ম্যাচ দেখতে দেখা যাচ্ছে। তার পাশে ছিল জর্জিনা অত্যাশ্চর্য পোশাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর পাশে বসেছিলেন এবং ম্যাচটিতে পুরোপুরি ডুবে রয়েছেন সকলেই৷
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ভাইরাল ভিডিওতে একজন ফ্যান লিখেছেন, “সর্বশ্রেষ্ঠ ফুটবলার এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতা।” আবার কেউ লিখেছেন “জ্বলওয়া হ্যায় ভাইজান কা (এটি সলমান খানের ক্যারিশমা),” আরেকজন লিখেছেন , “সব ক্রসওভারের মা।”
advertisement
ভারতে ফিরেছেন সলমান খান
রবিবার সকালে মুম্বই ফিরে আসেন সলমান খান। ভাইজান বর্তমানে জিও সিনেমাতে বিগ বসের নতুন সিজন হোস্ট করতে ব্যস্ত। সম্প্রতি একটি এপিসোডে এসেছিলেন আরবাজ খান এবং সোহেল খান।
পাশাপাশি টাইগার 3-এর প্রতীক্ষায় দিন গুনছেন সলমান৷ মণীশ শর্মা পরিচালিত, ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে ফের জাদু ছড়াবেন তিনি৷ এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ফিল্ম।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 6:27 PM IST