হোম /খবর /খেলা /
চোখে দেখা যায় না এত অশ্লীল!মাঠের সেলিব্রেশনে পাক ক্রিকেটারের অঙ্গভঙ্গি, তোলপাড়

Viral Video: চোখে দেখা যায় না এত অশ্লীল! মাঠের সেলিব্রেশনে পাক ক্রিকেটারের অঙ্গভঙ্গি নিয়ে তোলপাড়

মাঠে অশ্লীল অঙ্গভঙ্গি করলেন মহম্মদ আমির - Photo Courtesy- Karachi Kings Twitter

মাঠে অশ্লীল অঙ্গভঙ্গি করলেন মহম্মদ আমির - Photo Courtesy- Karachi Kings Twitter

Viral Video: অশ্লীল সেলিব্রেশনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়ে গেছে৷

  • Share this:

ইসলামাবাদ: ফাস্ট বোলার মহম্মদ আমির ফ্যানদের তোপের মুখে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তোলপাড় হয়ে যাচ্ছে এতটাই অশ্লীল অঙ্গভঙ্গি করে মাঠে সেলিব্রেশনে মাতেন পাকিস্তানের এই জোরে বোলার। পাকিস্তান সুপার লিগের (PSL) একটি ম্যাচে মাঠের মধ্যেই এরকম অনভিপ্রেত ঘটনা ঘটে গেল৷ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদি আগেই সতর্ক করেছিলেন মহম্মদ আমিরকে কিন্তু সেই কথা কানে তোলেলনি তিনি৷

করাচি কিংস বনাম লাহোর কলন্দর ম্যাচে শিরোনাম ছিনিয়ে নিলেন তবে কোনও ভাল কারণের জন্য নয় একেবারেই নিন্দনীয় কারণে৷ এদিন করাচি ন্যাশানাল স্টেডিয়ামে সাই হোপকে আউট করার পর অশ্লীল অঙ্গভঙ্গি করে ওই সেলিব্রেশন করেন৷ এদিনের তাঁর বোলিং ফিগার ২ -০-১২-১৷

আরও পড়ুন -  Mobile Phone Offer: মাত্র ৫৪৯৯ টাকায় ওয়ান প্লাসের 5G ফোন, জানুন কী ভাবে কোথায় কিনবেন

খালি চোখেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সেলিব্রেশন ঠিক কতটা অশ্লীল৷ রইল ভাইরাল ভিডিও৷

অশ্লীল সেলিব্রেশনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হয়ে গেছে৷ আফ্রিদি আগে বলেছিলেন মাঠের মধ্যে শ্লীলতার কথা মাথায় রাখা দরকার এবং এইরকম অশ্লীল অঙ্গঙঙ্গি করা কখনই উচিত নয়৷ মাঠে খেলে যে সম্মান অর্জন করেছেন তা এই ধরণের খেলো জিনিস না করে নিজের পারফরম্যান্সে ফোকাস রাখা৷

এদিকে সোশ্যাল মিডিয়ায় মহম্মদ আমিরের দিকে সমালোচনার তির ধেয়ে এসেছে৷

মাঠে প্লেয়ারদের মধ্যে আবেগ থাকবেই, থাকবে আগ্রাসী মনোভাবও৷ কিন্তু শালীনতার মাত্রা যেন কোনওরকমেই ছাড়িয়ে না যায় এমনটাই মন্তব্য করছেন প্রাক্তনরা৷ তাঁদের সাফ এও কথা এত সিনিয়র ক্রিকেটার হয়ে যদি মাঠে এই ধরণের কাণ্ড ঘটান তাহলে জুনিয়ররা কী শিখবে৷

Published by:Debalina Datta
First published:

Tags: PSL, Viral Video