১৫.২৫ কোটির প্লেয়ার, ফ্লপ শোয়ের পর মেজাজ হারিয়ে যা করলেন ভাইরাল ভিডিও, এবার কী হবে

Last Updated:

কোটি কোটি নিয়ে নেই পারফরম্যান্স তার ওপর আবার এত্ত মেজাজ...

Ishan Kishan smashed boundary cushions with the bat might be finedIshan Kishan smashed boundary cushions with the bat might be fined(PIC-mumbaiindians/Instagram)
Ishan Kishan smashed boundary cushions with the bat might be finedIshan Kishan smashed boundary cushions with the bat might be fined(PIC-mumbaiindians/Instagram)
#মুম্বই: ঈশান কিষানকে (Ishan Kisan) নিজেদের দলে পাওয়ার জন্য আইপিএলের মেগা নিলামে একেবারে জানপ্রাণ দিয়ে লড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স৷ এবারের আইপিএল ২০২২ (IPL 2022) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) যেরকম অবস্থা ঠিক তেমনিই ফ্লপ শো চলছে প্রায় ১৬ কোটির ঈশান কিষানের৷ ব্যাটে রান না থাকার পাশাপাশি এবার আরও বিপত্তির মুখে মুম্বইয়ের এই তরুণ তুর্কি৷ এখনও অবধি ৬ টা ম্যাচের ৬ টিতেই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স৷ ১৫.২৫ কোটিতে কেনা শানদার ঈশান যা করলেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা৷ দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে তিনি ৮১ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন কিন্তু তারপর তাঁদের ব্যাটে রান খরা৷
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও তিনি ৫৪ করেছিলেন৷ এরপরের ম্যাচগুলিতে সর্বাধিক ২৬ রান করেছেন৷ অন্য প্লেয়ার হলেও একটা কথা ছিল প্রায় ১৬ কোটি প্লেয়ারের ব্যাট থেকে এ হেন পারফরম্যান্স একেবারেই মন ভরাচ্ছে না কারোর৷ এমনকি লখনউ ম্যাচে খারাপ পারফরম্যান্স করে আউট হওয়ার পর মাঠেই মেজাজ হারিয়ে ফেলেন৷
advertisement
advertisement
দেখে নিন সেই মেজাজ হারানোর মুহূর্তের ভাইরাল ভিডিও (Viral Video)৷
আসলে  লখনউয়ের বিরুদ্ধে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ছিল ২০০-রান৷ আর সেই গুরুত্বপূর্ণ রান তাড়া করতে নামায় ঈশান ও রোহিত দুজনের উইকেটই তাড়াতাড়ি হারায় মুম্বই৷
advertisement
বাউন্ডারি সাত তাড়াতাড়ি আউট হয়ে যান
ঈশান কিষানের থেকে বড় ইনিংসের আশা ছিল৷ কিন্তু ১৭ বলে মাত্র ১৩ রান করে আউট হয়ে যান তিনি৷  ম্যাচের সপ্তম ওভারে মার্কস স্টোয়নিসের বলে তিনি আউট হয়ে যান৷ আর ফের একবার ফ্লপ হওয়ার রাগ উগড়ে দেন৷ ডাগআউটে ফেরার সময় বাউন্ডারি কুশনে ব্যাট দিয়ে ধাক্কা মারেন৷
advertisement
ঈশান কিষানের বাউন্ডারিতে ব্যাট দিয়ে মারেন৷ বাউন্ডারিতে স্পনসরের নাম ছাপা ছিল৷ কোটি কোটি টাকার ক্রিকেটারের এই ব্যবহার আইপিএল আচরণবিধির নিয়মবিরুদ্ধ৷ তাই এরজন্য তাঁর সাজা হতে পারে৷ তাঁর ওপর জরিমানা ধার্য হতে পারে৷ ঈশান কিষান এখনও অবধি ৬ ইনিংসে ৩৮.২০ গড়ে ১৯১ রান করেছে৷ তাঁর স্ট্রাইকরেট ১১৭.১৭৷
বাংলা খবর/ খবর/খেলা/
১৫.২৫ কোটির প্লেয়ার, ফ্লপ শোয়ের পর মেজাজ হারিয়ে যা করলেন ভাইরাল ভিডিও, এবার কী হবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement