Viral Video: সজোরে থাপ্পড় ছেলের গালে, বাবা-র হাতে ‘এভাবে’ মার খাওয়ার ভিডিও পোস্ট শিখর ধাওয়ানের
- Published by:Debalina Datta
Last Updated:
‘‘নকআউটের যোগ্যতা অর্জন করতে না পারায় আমার বাবা-র দ্বারা নকআউট’’-দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)...
#নয়াদিল্লি: শিখর ধাওয়ানের ব্যাট হাতে ফের একটা ঝকঝকে আইপিএল মরশুম গেল৷ তবুও তাঁর দল পঞ্জাব কিংস দল আইপিএল ২০২২-এ নিজেদের অভিযান শেষ করে ফেলেছে৷ আইপিএল প্লে অফ থেকে তারা বিদায় নিয়েছে৷ শিখর ধাওয়ান আইপিএলে এক অভিজ্ঞ ক্রিকেটার৷ পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএল ২০২২ এ তিনি ৩৮.৩ গড়ে ১৪ ম্যাচ ৪৬০ রান করেন৷ তাঁর চওড়া ব্যাটে ভর দিয়ে আরও দূর এগোবে এরকম ভাবনা থাকলেও তিনি তা করতে পারেননি৷ তবে তিনি সম্প্রতি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় বাবা-র সঙ্গে এক ভিডিও পোস্ট করেছেন৷ যা দেখে ফ্যানরা অবাক৷
ভিডিওটিতে শিখর ধাওয়ানকে সজোরে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিলেন তাঁর বাবা৷ তারপর চলল কিল, চড়, ঘুঁষি৷ শিখর ধাওয়ানের বাবার চারপাশে যাঁরা রয়েছেন তাঁরা শিখর ধাওয়ানের বয়স্ক বাবাকে আটকানোর চেষ্টা করছেন কিন্তু কেউই তাঁকে আটকাতে পারছে না৷
advertisement
advertisement
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে শিখর ধাওয়ান ট্যাগলাইনে লেখা রয়েছে - "Knock out by my dad for not qualiying for knock outs,"- ‘‘নকআউটের যোগ্যতা অর্জন করতে না পারায় আমার বাবা-র দ্বারা নকআউট’’-
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
এই ভিডিওতে হরভজন সিং লিখেছেন, ‘‘বাপু তেরে সে ভি উপর কা অ্যাক্টর নিকলা, ক্যায়া বাত হ্যায়৷’’ - অর্থাৎ ‘‘বাবা তোমার থেকেও বড় অভিনেতা...দারুণ কথা৷
ধাওয়ানের পিবিকেএসের হরপ্রীত ব্রার পোস্টে বলেছেন, ‘‘আঙ্কল অন ফায়ার’’- অর্থাৎ কাকা তো আগুন৷
পিবিকেএস ষষ্ঠ স্থানে আইপিএল পয়েন্ট টেবলে ছিলষ তারা ১৪ টি ম্যাচের ৭ টি জয় ছিল৷
advertisement
ময়ঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস এবারে শুরুটা ভাল করলেও পরে ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি৷ ফলে আইপিএল প্লে অফের বার্থ পায়নি তারা৷
ব্যাট হাতে আইপিএল ২০২২ ফর্মের ঝলক দেখালেও বিসিসিআই নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য দলে তাঁকে বাছেননি নির্বাচকরা৷
দেখে নিন ভারতের টি টোয়েন্টি সিরিজের দল : কেএল রাহুল (KL Rahul) অধিনায়ক, রতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), ইশান কিষাণ (Ishan Kishan), দীপক হুডা (Deepak Hooda), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), ঋষভ পন্থ (Rishabh Pant) (সহ অধিনায়ক ও উইকেট রক্ষক) , দীনেশ কার্তিক (Dinesh Karthik) উইকেটরক্ষক, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), কুলদীপ যাদব (Kuldeep Yadav), অক্ষর প্যাটেল (Axar Patel), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), হর্ষল প্যাটেল (Harshal Patel), আবেশ খান (Avesh Khan), অর্শদীপ সিং ( Arshdeep Singh), উমরান মালিক (Umran Malik)৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 27, 2022 3:58 PM IST