Viral Reels: মাঠের মধ্যে রোনাল্ডোর চূড়ান্ত অশ্লীল ইঙ্গিত করে সেলিব্রেশন, রিল দেখে শিউরে উঠছেন ফ্যানরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Reels: মেসি মেসি চিৎকার করছিল গোটা গ্যালারি, রাগ করে রোনাল্ডো অশ্লীলতায় ভরিয়ে দিলেন
রিয়াধ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এ কী করলেন নক্কারজনক৷ শিরোনাম এলেন সিআর সেভেন তবে একেবারেই ভুল কারণে। তারকা পর্তুগিজ স্ট্রাইকার আল শাদাবের বনাম আল নাসরের ২-৩ গোলে জয়ের পর ফ্যানদের কাছে অশ্লীল অঙ্গভঙ্গি করতে করতে এগিয়ে যান৷ আর সৌদি ফ্যানদের শুধু নয় রোনাল্ডোর এই কীর্তিতে সৌদি লিগও রেগে আগুন৷
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যিনি সৌদি প্রো লিগে তাঁদের টপ স্কোরার হিসাবে ছন্দময় ফর্মে ছিলেন, বিতর্কিত শরীরি অঙ্গভঙ্গির দিনে খেলার ২১ তম মিনিটে পেনাল্টি দিয়ে তাঁর দলের পক্ষে গোলের সূচনা করেন। ব্রাজিলিয়ান তালিসকার ব্রেসের সহযোগিতায়, আল নাসের রোমাঞ্চকর জয় নিশ্চিত হয়৷
খেলা শেষ হওয়ার পর, আল শাদাব জনতা রোনালদোকে “মেসি, মেসি” বলে স্লোগান দিতে থাকে, পুরো গ্যালারি থেকেই সেই চিৎকার ভেসে আসছিল৷ আর এরপরেই যার জন্য পর্তুগিজ তারকা প্রথমে তাঁর কানে হাত দেন এরপর যা করে দেখান তা যে এভাবে প্রকাশ্য দর্শকপূর্ণ মাঠে কোনও তারকা ফুটবলার করতে পারে তা ভাবনার বাইরে৷
advertisement
advertisement
রইল সেই ভাইরাল ভিডিও
Cristiano Ronaldo in Front of Al Shabab fans Who are Chanting “Messi, Messi” 🤦
Tears man he’s so Insecure 😭😭😭pic.twitter.com/zNbDMJ1NQ4
— ACE (fan) (@FCB_ACEE) February 25, 2024
প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে নিজের পেলভিক এরিয়ার সামনে ক্রমাগত তাঁর হাত দিয়ে পাম্প করার অঙ্গভঙ্গি করেন।
advertisement
আরও পড়ুন – Knowledge Story: নিজের মায়ের পেটের ভাই-বোনে বিয়ে দিতেই হয় ভারতের এই জায়গায়, ভাই-বোন হয়ে যান স্বামী-স্ত্রী
ঘটনাটি টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েনি, তবে একাধিক দর্শক স্ট্যান্ড থেকে একই রকমের ফুটেজ শ্যুট করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে দেন৷ ক্রমেই তা ভাইরাল রিল হয়ে যায়৷
সৌদি প্রো লিগ এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করেনি, তবে সৌদি সংবাদপত্র আশারক আল-আওসাত জানিয়েছে যে সৌদি আরব ফুটবল ফেডারেশন (সাফ) এই পুরো বিষয়টি খতিয়ে দেখে তা নিয়ে তদন্ত শুরু করেছে৷
advertisement
রোনাল্ডো তাঁর সেলিব্রেশনের জন্য সমালোচনার শিকার এই প্রথম নয়। গত বছরের এপ্রিলে, একই রকম একটি ঘটনা ঘটেছিল যখন পর্তুগিজ ফরোয়ার্ড আল হিলালের বিরুদ্ধে সৌদি প্রো লিগের লড়াইয়ের পর ডাগআউটের দিকে হাঁটার সময় তার যৌনাঙ্গ ধরে হেঁটেছিলেন, সেই ম্যাচে আল নাসর ২-০ ব্যবধানে হেরেছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2024 2:19 PM IST