Viral Reel: ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ’-বিশ্বকাপ যেন বাংলাদেশ জিতেছে! তুমুল উৎসব ভারতের হারে

Last Updated:

Viral Reel: বর্তমানের ভার্চুয়াল ওয়ার্ল্ড প্রমাণ করে ঘৃণাই সবথেকে বেশি জোরালো আবেগ, নাহলে তাদের দেশ বিশ্বকাপে নক্কারজনক পারফরম্যান্স দিয়ে বিদায় নেওয়ার পর ভারতের হারে খালি এত আনন্দ, নেটিজেনরা বাকরুদ্ধ৷

ভারতের হার , বাংলাদেশের রাস্তায় আনন্দের জনজোয়ার- Photo Courtesy- X Account
ভারতের হার , বাংলাদেশের রাস্তায় আনন্দের জনজোয়ার- Photo Courtesy- X Account
কলকাতা: Viral Reel: ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ২০২৩ -র ফাইনালে ভারতের হার এখনও কোটি কোটি ভারতীয় ফ্যানদের মনে দগদগে ক্ষত হয়ে রয়েছে৷ আর সেই ক্ষতে আরও নুন -লঙ্কার ছিটে দিতে তৈরি বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা৷ বাংলাদেশি ফ্যানরা ক্যামেরার সামনে পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভারতের হার তাদের কাছে সবচেয়ে আনন্দের৷
এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবলে অষ্টম স্থানে শেষ করেছিল বাংলাদেশ৷ তাদের নিচে ছিল শুধু শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস৷ নিজেদের গ্রুপ পর্বের ৯ টি ম্যাচের মাত্র ২ টিতে জিতেছিল তারা৷ আর সেই বাংলাদেশই রবিবার রাস্তায় নেমে পড়ে৷ যেন তারাই বিশ্বকাপ জিতেছে৷
সোশ্যাল মিডিয়ার একটি প্রোফাইল থেকে পোস্ট হওয়া এই ভিডিও এখন রকেটের মতোই ভাইরাল৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
সেই  ভিডিওতে বিভিন্ন বাংলাদেশি ফ্যানকে বলতে দেখা গেছে যেমন তাঁরা অস্ট্রেলিয়ার সাপোর্টার৷ তেমনিই আবার কেউ কেউ রাখঢাক না রেখে একাধিক বাংলাদেশি ফ্যান বলেছেন যে শুধুমাত্র ভারতের হারেই তাদের এই আনন্দ৷ এক সমর্থক বলেছেন ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ৷’
advertisement
কেউ আবার বলেছেন ভারত নিজের সুবিধাজনক ভাবে বিশ্বকাপে সব কিছু করেছে এমনকি ফাইনাল যেখানে ফ্রেশ পিচে খেলা হয় সেখানে ভারত বনাম পাকিস্তান যে পিচে খেলা হয়েছিল সেখানেই ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল খেলা হয়েছে৷
একাধিক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে
এদিকে বাংলাদেশি ফ্যানরা যেমন ভারতের হারের মন খুলে সেলিব্রেশন করেছেন, ঠিক তেমনিই এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আসার পরেই নেটিজেনরা একহাত নিতে শুরু করেছেন৷ তাঁদের সাফ বক্তব্য বাংলাদেশ ফাইনালে জিতলেও বোধহয় তাঁরা এই পরিমাণ আনন্দ পেতেন না যতটা ভারত হারার পর পেয়েছেন৷
advertisement
একাধিক মন্তব্য তাঁদের মনে করিয়ে দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তানের পারস্পরিক ঘৃণার একটি ইতিহাস রয়েছে কিন্তু যে বাংলাদেশের স্বাধীনতায় ভারতের সবচেয়ে বড় অবদান সেই ভারতকেই তাঁরা এভাবে ঘৃণা করেন৷
advertisement
কারো কারো আবার প্রশ্ন বাংলাদেশ এমন এক দল যারা বিশ্বমঞ্চে বহু বছর ক্রিকেট খেললেও এখনও নিজেদের কোনও সামাণ্যতম জায়গা পায়নি তারা আবার ভারতের মত সফল ও প্রভাবশালী দলকে নিয়ে হীণ কথা বলে কী করে৷
সোজা কথায় এই ভিডিও পাবলিক ডোমেনে আসার পর থেকেই একেবারে মাভৈঃ মাভৈঃ শুরু হয়ে গেছে৷ তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷ এক্স হ্যান্ডেলে ইতিমধ্যেই এই ভিডিওটির ভিউ প্রায় ২ মিলিয়ন হয়ে গেছে৷ হাজার কমেন্ট, হাজার রি ট্যুইট হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Reel: ‘ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ’-বিশ্বকাপ যেন বাংলাদেশ জিতেছে! তুমুল উৎসব ভারতের হারে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement