Vinod Kambli: হাসপাতালে এ কী অবস্থা বিনোদ কাম্বলির! ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

Vinod Kambli: এবার ধীরে ধীরে সুস্থতার পথে বিনোদ কাম্বলি। শুধু তাই নয় নতুন বছরের আগে হাসপাতালে অন্য মেজাজে পাওয়া গেল প্রাক্তন বাঁ হাতি ব্যাটারকে।

News18
News18
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলির বর্তমান অবস্থার ভিডিও নাড়িয়ে দিয়েছিল সকলকে। অসুস্থ কাম্বলির পাশে দাঁড়াতে এগিয়ে এসেছিলেন ১৯৮৩-র ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা। এরইমধ্যে গত ২১ ডিসেম্বর আচমকা অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হন কাম্বলি। শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় উদ্বেগ বেড়েছিল সকলের।
এবার ধীরে ধীরে সুস্থতার পথে বিনোদ কাম্বলি। শুধু তাই নয় নতুন বছরের আগে হাসপাতালে অন্য মেজাজে পাওয়া গেল প্রাক্তন বাঁ হাতি ব্যাটারকে। নতুন বছরকে স্বাগত জানাতে হাসপাতালে নাচতে-গাইতে দেখা গেল কাম্বলিকে। এর আগে থানের হাসপাতালের বিছানায় শুয়ে গান গাইতে শোনা গিয়েছিল তাঁকে। এবার বেড থেকে উঠে রীতিমতো নাচলেন তিনি। সঙ্গে গাইলেন ‘চক দে ইন্ডিয়া’।
advertisement
সোমবার হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল বিনোদ কাম্বলির শারীরিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। বর্তমানে তেমন কোনও আর ভয়ের কারণ নেই তারকা ক্রিকেটারের। এবার দেখা গেল হাসপাতালেও নিউ ইয়ার সেলিব্রেশন মুডে রয়েছেন কাম্বলি। যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ে গতিতে ছড়িয়ে পড়ে। বিন্দাস মুডে কাম্বলিকে দেখে খুশি সকলেই।
advertisement
advertisement
প্রসঙ্গত, ভারতের হয়ে ১৭টি টেস্ট ম্যাচ খেলেছেন বিনোদ কাম্বলি। ১০৮৪ রান করার পাশাপাশি ৪টি শতরান ও ৩টি অর্ধশতরান। সেঞ্চুরির মধ্যে রয়েছে ২টি ডাবল সেঞ্চুরি। এছাড়া ১০৪টি ম্যাচ খেলে ২৪৭৭ করেছেন কাম্বলি। রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vinod Kambli: হাসপাতালে এ কী অবস্থা বিনোদ কাম্বলির! ভিডিও না দেখলে বিশ্বাস করতে পারবেন না
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement