প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
তাঁর মৃত্যুর খবরে কলকাতা ময়দান শোকস্তব্ধ।
#কলকাতা: চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী ৷ শনিবার বিকেল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ রেখে গেলেন স্ত্রী-কে ৷
১৯৮৪ সালের ডিসেম্বর মাস থেকেই সংবাদমাধ্যমে কাজ শুরু করেন সমীর গোস্বামী ৷ ময়দানের অত্যন্ত হাসিখুশি, মিশুকে একজন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ ক্রিকেট, ফুটবল, টেবল টেনিস, সাঁতার, হকি, জিমন্যাস্টিক্স থেকে জুডো--সব খেলার ময়দানেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর মৃত্যুতে ক্রীড়া সাংবাদিকমহলে শোকের ছায়া নেমে এসেছে। চুঁচুড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। লকডাউনে এমারজেন্সি চিকিৎসা ব্যবস্থাতেও এদিন কিছু সমস্যা হয় বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
বর্তমান পত্রিকার পাশাপাশি সমীর গোস্বামী কাজ করেছেন সত্যযুগ পত্রিকাতেও। অবসর নেওয়ার পরও ময়দানের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। বর্তমান পত্রিকা থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ফ্রিলান্সিংও করেছেন তিনি ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গেও ভালমতোই যুক্ত ছিলেন তিনি ৷ নিজে এক সময় জেলা পর্যায়ে ফুটবল খেলেছেন। ক্রিকেটেও তিনি ছিলেন পারদর্শী ৷ ক্রীড়া সাংবাদিক ক্লাবের হয়ে একসময় নিয়মিত জেকে বোস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন সমীর গোস্বামী ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2020 10:48 AM IST

