প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী

Last Updated:

তাঁর মৃত্যুর খবরে কলকাতা ময়দান শোকস্তব্ধ।

#কলকাতা: চলে গেলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী ৷ শনিবার বিকেল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর ৷ রেখে গেলেন স্ত্রী-কে ৷
১৯৮৪ সালের ডিসেম্বর মাস থেকেই সংবাদমাধ্যমে কাজ শুরু করেন সমীর গোস্বামী ৷ ময়দানের অত্যন্ত হাসিখুশি, মিশুকে একজন মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ ক্রিকেট, ফুটবল, টেবল টেনিস, সাঁতার, হকি, জিমন্যাস্টিক্স থেকে জুডো--সব খেলার ময়দানেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর মৃত্যুতে ক্রীড়া সাংবাদিকমহলে শোকের ছায়া নেমে এসেছে। চুঁচুড়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। লকডাউনে এমারজেন্সি চিকিৎসা ব্যবস্থাতেও এদিন কিছু সমস্যা হয় বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
বর্তমান পত্রিকার পাশাপাশি সমীর গোস্বামী কাজ করেছেন সত্যযুগ পত্রিকাতেও। অবসর নেওয়ার পরও ময়দানের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। বর্তমান পত্রিকা থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ফ্রিলান্সিংও করেছেন তিনি ৷ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গেও ভালমতোই যুক্ত ছিলেন তিনি ৷ নিজে এক সময় জেলা পর্যায়ে ফুটবল খেলেছেন। ক্রিকেটেও তিনি ছিলেন পারদর্শী ৷ ক্রীড়া সাংবাদিক ক্লাবের হয়ে একসময় নিয়মিত জেকে বোস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন সমীর গোস্বামী ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রয়াত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সমীর গোস্বামী
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement