দাদার মহিমা! সৌরভকে দেখেই ডান হাতে ব্যাটিং ছেড়েছিলেন এই ভারতীয় তারকা

Last Updated:

বর্তমানে ভারতীয় দলের বাইরে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র। এবার আইপিএল ২০২৩-এ পর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা দিক তুলে ধরলেন তিনি। জানালেন কাকে দেখে ডান হাতি থেকে বাঁ হাতি ব্যাটার হয়েছিলেন।

কলকাতা: ২০০৮ সালে ব্র্যান্ডন ম্যাকালামের পর ২০২৩। আইপিএলে কেকেআরের ইতিহাসে দ্বিতীয় শতরানকারী হয়েছেন ভেঙ্কটেশ আইয়র। ২০২১ আইপিএলে কেকেআরের হয়ে অনবদ্য পারফর্ম করে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে বর্তমানে ভারতীয় দলের বাইরে রয়েছেন ভেঙ্কটেশ আইয়র। এবার আইপিএল ২০২৩-এ পর সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা দিক তুলে ধরলেন তিনি। জানালেন কাকে দেখে ডান হাতি থেকে বাঁ হাতি ব্যাটার হয়েছিলেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বড় ফ্যান ভেঙ্কটেশ আইয়র সেই কথা আমাদের সকলেরই জানা। সৌরভকে নিজের আদর্শ বলেও মনে করেন ভেঙ্কটেশ আইয়র। এবার জানালেন সৌরভকে দেখেই ছোট বেলায় ডান হাতে ব্যাট ছেড়ে বাঁ হাতে ব্যাট শুরু করেছিলেন তিনি। জানান,’সৌরভকে আদর্শ মানার পর ডান হাতে ব্যাট করা ছেড়েছিলাম। ধীরে ধীরে বাঁ হাতে ব্যাটিং রপ্ত করে ফেলি।’ কেন তিনি সৌরভের বড় ভক্ত সে বিষয়ে ভেঙ্কটেশ আইয়র বলেন,”অফ-সাইডে ৯ জন ফিল্ডারের গ্যাপ দিয়ে বল বাউন্ডারিতে পাঠানো। ভারতের হয়ে আগ্রাসী অধিনায়কত্ব। বিদেশের মাঠে গিয়ে জিততে শেখা। এই সকল কারণেই সৌরভের ফ্যান হয়ে যাই।” এছাডা সৌরভের কামব্যক, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া থেকে নানা দিক তুলে ধরেন ভেঙ্কটেশ আইয়র।
advertisement
advertisement
প্রসঙ্গত, এখনও পর্যন্ত নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ৩৬টি ম্যাচ খেলেছেন ভেঙ্কটেশ আইয়র। সর্বোচ্চ ১০৪ রান সহ আইয়রের ঝুলিতে রয়েছেন ৯৫৬ রান। সঙ্গে রয়েছে ৭টি অর্ধশতরান। এছাডা দেশের হয়ে দুটি একদিনের ম্যাচে ২৪ রান ও ৯টি টি-২০ ম্যাচে ১৩৩ রান করেছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে ৫টি ও আইপিএলে ৩টি উইকেট নিয়েছেন কেকেআর তারকা।
বাংলা খবর/ খবর/খেলা/
দাদার মহিমা! সৌরভকে দেখেই ডান হাতে ব্যাটিং ছেড়েছিলেন এই ভারতীয় তারকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement