KKR: কেকেআরের সেরা বোলার! তার হাত ধরেই অসাধ্য সাধনের স্বপ্ন দেখছে শাহরুখের দল

Last Updated:
নাইটদের প্লে অফের আশা বেঁচে বলছেন রিঙ্কু
নাইটদের প্লে অফের আশা বেঁচে বলছেন রিঙ্কু
কলকাতা: রিঙ্কু সিং মনে করেন বরুণ চক্রবর্তী এবার শুরু থেকেই কেকেআর দলে সেরা বোলার। তামিলনাড়ু এই রহস্য স্পিনার এবার শুরু থেকেই ছন্দে ছিলেন শাহরুখ খানের দলের জার্সি গায়ে। বিরাট কোহলি থেকে মহেন্দ্র সিং ধোনি প্রত্যেকেই বিপদে পড়েছেন তাকে খেলতে গিয়ে। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত নিজেও খুব খুশি এই পাল্টে যাওয়া বরুণকে দেখে।
কেকেআরের সব ক্রিকেটার মনে করেন এবার বরুণ আরো চমক দেবে। নীতিশ রানা বল তুলে দেন বরুণ চক্রবর্তীর হাতে। ক্যাপ্টেনের মর্যাদা রাখতে ভুল হয়নি মিস্ট্রি স্পিনারের। মাত্র ৩ রান খরচ করে দলকে দুরন্ত জয় এনে দিলেন বরুণ। ম্যাচের পর সাফল্যের রহস্যও ফাঁস করলেন নায়ক। বলেন, এখনও বিশ্বাস করতে পারছি না, আমরা জিতেছি।
advertisement
আরও পড়ুন – CSK vs MI: ধোনির আজ ইজ্জতের লড়াই! মুম্বইকে হারাতে মরিয়া চেন্নাই এক্সপ্রেস
কাঁধে গুরুদায়িত্ব সঁপে দিয়েছিল নীতীশ। পরিকল্পনামাফিক বিপক্ষ ব্যাটসম্যানের পা বরাবর বল রাখার চেষ্টা করেছি। তাতেই এসেছে সাফল্য। চলতি মরশুমে কেকেআরের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট। তবে স্পিন বিভাগে বরুণ, নারিন, সুয়াশরা ছন্দে রয়েছেন। তার জন্যই শেষ ওভারে স্পিন বিভাগের স্তম্ভ বরুণের উপর ভরসা রাখেন নীতীশ।
advertisement
advertisement
মিস্ট্রি স্পিনারের কথায়, গত বছরে সেভাবে দাগ কাটতে পারিনি। সেই ভুল শোধরাতে আইপিএলের আগে অনেক পরিশ্রম করেছি। তারই সুফল পাচ্ছি। তবে শেষ ওভারে যখন বল করছিলাম হার্টবিট বোধহয় দুশো ছাড়িয়ে গিয়েছিল। উত্তেজনায় হাত থেকে বলও পড়ে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে সেরাটা মেলে ধরতে পারায় খুশি। জয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আগামী ম্যাচগুলিতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
KKR: কেকেআরের সেরা বোলার! তার হাত ধরেই অসাধ্য সাধনের স্বপ্ন দেখছে শাহরুখের দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement