KKR vs PBKS: কেকেআর জার্সিতে ফের অনবদ্য বরুণ, ইডেনে তাও বড় রান পঞ্জাবের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: পাওয়ার প্লে তে পঞ্জাবের রান ছিল ৫৮/৩। প্রভসিমরান (১২), ভানুকা রাজাপক্ষ (০) রান করতে পারলেন না সেভাবে। পঞ্জাবকে জোড়া উইকেট নিয়ে ধাক্কা দিলেন হার্শিত রানা। এই পেসারের ১৪৫ কিলোমিটার পর্যন্ত গতি উঠল। তবে একটা দিক ধরে রাখলেন শিখর ধাওয়ান। হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। লিভিংস্টোন (১৫) এলবি হলেন বরুণ চক্রবর্তীর বলে।
জীতেশ (২১) ফিরে গেলেন সেই বরুণ চক্রবর্তীর বলেই। আজকেও অনবদ্য বল করলেন বরুণ। হাত ঘোরাতে দেখা গেল নীতিশ রানাকেও। কেকেআর অধিনায়ক তুলে নিলেন শিখরকে (৫৭)। আজ মাঠে কেকেআরের শরীরী ভাষা বেশ পজিটিভ লাগছিল। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় সেটাই স্বাভাবিক।
.@PunjabKingsIPL captain @SDhawan25 led from the front to score a solid half-century and was the top performer from the first innings of the #KKRvPBKS clash 👍 👍 #TATAIPL
Here’s his batting summary 👇 pic.twitter.com/dNeS6JKaSn
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
advertisement
advertisement
এরপর ঋষি ধাওয়ান ১৯ রান করে গেলেন এগারো বলে। তাকেও বোল্ড করলেন সেই বরুণ চক্রবর্তী। আজ আমার কলকাতার সেরা বোলার তিনি। ২৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। বুঝিয়ে দিলেন এই মুহূর্তে শাহরুখের দলের সেরা বোলার তিনি। সুয়াশ শর্মা ফিরিয়ে দিলেন স্যাম কারানকে (৪)। এই তরুণ স্পিনারও আজ যথেষ্ট আত্মবিশ্বাস দেখালেন।
advertisement
তবে শেষ দিকে শাহরুখ খান কিছু আক্রমণাত্মক শট খেলেন। শেষ ওভারে দুটি বাউন্ডারি মারলেন। বরার ছয় মারলেন। শেষ ওভার জঘন্য বল করলেন হরষিত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 9:28 PM IST