দরজায় মেয়ে ভামিকার নেমপ্লেট! হোটেলেই যেন সংসার পেতেছেন কোহলি-অনুষ্কা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
#আহমেদাবাদ: করোনার আবহে ক্রিকেটারদের চারপাঁশ যেন হঠাৎ করেই বদলে গিয়েছে। আগের মতো আর খুব সহজেই ক্রিকেটাররা মাঠে নামতে পারছেন না। এখন যে কোনও সিরিজের আগে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ে। টিম ইন্ডিয়া এখন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার গত ছমাস ধরে রয়েছেন জৈব সুরক্ষা বলয়ে। এতদিন অন্য দেশে ছিলেন। এবার নিজের দেশে ফেরার পর আলাদা জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে তাঁদের। দুবাইতে আইপিএল খেলার পরই অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ক্রিকেটাররা। এখন ঘরের মাঠে সিরিজ খেলতে নেমেছেন। কিন্তু জৈব সুরক্ষা বলয় যেন কিছুতেই তাঁদের পিছু ছাড়ছে না।
ভারতীয় দলের একাধিক ক্রিকেটার জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় থাকাটা আসলে বড় চ্যালেঞ্জ। এক জায়গায় বন্দি থাকলে মনের উপর প্রভাব পড়ে। তবে আহমেদাবাদের যে হোটেলে ভারতীয় দলের রয়েছে, সেখানকার কর্তৃপক্ষ ঘরোয়া পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে। ক্রিকেটার ও তাঁদের পরিবারের লোকজন যাতে বাড়িতে থাকার মতোই আরামদায়ক পরিবেশ পান তার সবরকম চেষ্টা করেছে হোটেল কর্তৃপক্ষ। আর তাই ভারতীয় দলের ক্রিকেটারের ঘরের বাইরে আলাদা করে নেমপ্লেট লাগানো হয়েছে। ঠিক যেমনটা বাড়ির গেটের বাইরে থাকে।
advertisement
বিরাট কোহলি অনুষ্কা শর্মার ঘরের বাইরের ঝোলানো হয়েছে নেমপ্লেট। আর সেখানে তিনজনের মধ্যে সবার উপরে জায়গা পেয়েছে বিরুস্কার ছোট্ট মেয়ে ভামিকা। অর্থাৎ অনুষ্কা-বিরাট ও ভামিকা, তিনজনেরই নাম রয়েছে ঘরের বাইরে। মাত্র দুমাস বয়স কোহলি ও অনুষ্কার মেয়ের। কিন্তু এখন থেকেই সে যেন সেলেব হয়ে উঠেছে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2021 5:44 PM IST

