IND vs ENG: দ্বিতীয় 'জাদেজা' পেয়ে গেল ভারতীয় দল! যেমন মারকাটারি ব্যাটিং, ঠিক তেমনই ঘূর্ণির ছোঁবল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: জাদেজার ব্যাটে-বলে লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। একদিকে যখন জাদেজাকে নিয়ে আলোচনা চলছেই, তখন অনূর্ধ্ব-১৯ টেস্টে বৈভব সূর্যবংশীও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
লর্ডসে ভারতীয় দলের হার নিয়ে যতটা না আলোচনায় হচ্ছে, তার থেকেও বেশি আলোচনায় ছিলেন রবীন্দ্র জাদেজার লড়াকু ব্যাটিং। গোটা ইংল্যান্ড জুড়ে বহু ক্রিকেট বিশেষজ্ঞ তাঁর প্রশংসায় পঞ্চমুখ। জাদেজার ব্যাটে-বলে লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। একদিকে যখন জাদেজাকে নিয়ে আলোচনা চলছেই, তখন অনূর্ধ্ব-১৯ টেস্টে বৈভব সূর্যবংশীও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। একদিনের সিরিজের পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও চমক দেখিয়েছে বছর ১৪-র ওয়ান্ডার বয়। বৈভবের এমন এক রূপ দেখা গেল, যা দেখে অনেকেই তাঁকে রবীন্দ্র জাদেজার সঙ্গে তুলনা করছেন। কারণ আগে তিনি ব্যাটে প্রতিপক্ষ বোলারদের ঘাম ছুটিয়ে দিতেন, এখন তিনি বল হাতেও ঘূর্ণিতে প্রতিপক্ষকে কাবু করছেন।
ইংল্যান্ড সফরে বৈভব সূর্যবংশী নিজের ঝড়ো ব্যাটিংয়ের কারণে সংবাদের শিরোনামে রয়েছেন, তবে এবার তিনি বল হাতেও চর্চায় উঠে এসেছেন। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বৈভব দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। এই দুটি উইকেট নিয়ে বৈভব ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেলেছেন। পরে, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথম ইউথ টেস্টে তিনি দুর্দান্ত অর্ধশতরানও করেন। বৈভব টেস্টে টি-২০ স্টাইলে ব্যাটিং করছিলেন। তিনি প্রায় ১২৮ স্ট্রাইক রেটে অর্ধশতরান করেন।
advertisement

advertisement
ওয়ানডের সময় বৈভব তাঁর বোলিংয়ের ঝলক দেখিয়েছিলেন এবং তখনই কিছু বিশেষজ্ঞ তাঁর বোলিং অ্যাকশনের প্রশংসা করেছিলেন। টেস্টে যখন তাঁর হাতে বল এল, তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। বৈভব প্রথমে ইংল্যান্ডের অধিনায়ক হামজা শেখকে আউট করেন, যিনি ৮৪ রান করেছিলেন। এরপর তিনি থমাস রুকে আউট করেন, যিনি ৩৪ রান করেছিলেন। এই সাফল্যের সঙ্গেই বৈভব ইতিহাস সৃষ্টি করেন। তিনি অনূর্ধ্ব-১৯ টেস্টে উইকেট নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে যান। বৈভব এই কীর্তি গড়েন মাত্র ১৪ বছর ১০৭ দিন বয়সে।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: ভারতীয় দল থেকে বাদ ৩ তারকা! ম্যাঞ্চেস্টারে ডু অর ডাই ম্যাচ, কারা পাচ্ছে সুযোগ?
বোলিংয়ে আলো ছড়ানোর পর দ্বিতীয় ইনিংসে ব্যাটে রান করার সুযোগ ছিল, কারণ প্রথম ইনিংসে তিনি মাত্র ১৩ বলে ১৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ফ্যানেদের নিরাশ করেননি। বৈভব মাত্র ৩৯ বলে অর্ধশতরান করে ফেলেন। তিনি ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বৈভব যদি বোলিংয়ে আরও পরিশ্রম করেন, তাহলে ভবিষ্যতে তিনি ভারতের হয়ে একজন অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন। রবীন্দ্র জাদেজা টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টেস্ট আর ওডিআই কত দিন খেলবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে আরও পরিশ্রম করে নিজেকে গড়ে তুলতে পারলে বৈভব জাদেজার বিকল্প হিসেবে দাবিদার হতেই পারেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 16, 2025 2:43 PM IST